Sukant Majumder : ‘এ ভাবেই জয়লাভ করেছে…’, ফের ব্যাগ ভর্তি ব্যালট উদ্ধারের ঘটনায় তোপ সুকান্তর – bjp state president sukanta majumdar criticises tmc over ballot paper recovery


ঠিক এক মাস আগে হয়েছিল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। আর এক মাস পেরিয়ে গেলেও উদ্ধার হওয়া বন্ধ হল না ব্যালট পেপার। এদিন ফের ব্যালট পেপার উদ্ধার করা হল দক্ষিণ দিনাজপুরে। পঞ্চায়েত নির্বাচনের এক মাস হয়ে গেলেও এখনও ব্যালট উদ্ধার যেন থামছেই না। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লক অফিস চত্বরে অবস্থিত রবীন্দ্রভবনে ব্যাগ ভর্তি ব্যালট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে।

ঘটনার ভিডিয়ো BJP-র রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভার সাংসদ সুকান্ত মজুমদার তাঁর টুইটারে পোস্টও করেছেন। এই প্রসঙ্গে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, ‘একটা বা দুটো নয়, বান্ডিল বান্ডিল ব্যালট উদ্ধার হয়েছে। তৃণমূল কংগ্রেস এভাবেই জায়গায় জায়গায় জয়লাভ করেছে। এতেই বোঝা যায় ভোটের নামে প্রহসন হয়েছে। আর একদিন পরে পঞ্চায়েত বোর্ড গঠন হবে। আর তার আগে ব্যালট উদ্ধার হচ্ছে, এর থেকে লজ্জার আর কিছুই নেই। তৃণমূলের কারণে সবই সম্ভব।’

WB Panchayat Election : মাছের বদলে এসব কী উঠল! পুকুরে জাল ফেলতেই চক্ষু চড়কগাছ, বকুলতলায় হইচই
উল্লেখ্য গত মাসে পঞ্চায়েত নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন জেলায় উদ্ধার হয় ব্যালট পেপার৷ এই ঘটনায় শাসক দলকে কাঠগড়ায় তোলে বিরোধীরা৷ তাদের অভিযোগ, নির্বাচনে সন্ত্রাস ও ভোট গণনায় কারচুপি জিতেছে তৃণমূল৷ ব্যালট পেপার লুট হয়েছে৷ ভোটের পর সেগুলো উদ্ধার হচ্ছে৷

অপরদিকে, এই ঘটনা ভিত্তিহীন বলে দাবি করেছেন তৃণমূলের জেলা সহ সভাপতি সুভাষ চাকী। তিনি বলেন, ‘BJP তৃণমূলকে অপদস্থ করতে এই ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এক মাস ধরে ব্যালট পেপার ওখানে পড়ে রইল। আর কেউ দেখতেই পেল না এটা হতে পারে না। আর হঠাৎ করে BJP ওই ব্যালট পেপারগুলি উদ্ধার করে নিল। সব সাজানো ঘটনা।’

Trinamool Congress : লক্ষাধিক টাকায় পদ বিক্রির অভিযোগ! তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে পোস্টার ঘিরে শোরগোল
উল্লেখ্য, ৩ দিন আগেও রাজ্যে উদ্ধার হয়েছে ব্যালট পেপার। জয়নগরের বকুলতলায় একটি পুকুর থেকে উদ্ধার হয় ৪টি ব্যালট বাক্স ও গোছা গোছা ব্যালট পেপার।
ভোটের দিন ময়দা গ্রাম পঞ্চায়েতের ময়দা বটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথ ভাঙচুর করা হয়। লুঠ হয় ব্যালট বাক্স ও ব্যালট পেপার। ১০ জুলাই পুনর্নির্বাচন হয় ওই বুথে।

Voter ID Card : পুকুর থেকে জাল তুলতেই অবাক নজরুল, মাছের বদলে যা পেলেন শুনলে চমকে উঠবেন!
গণ্ডগোলের জন্য তৃণমূল ও বিরোধীরা একে অপরকে দোষারোপ করে। এরপর ময়দা গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে একটি পুকুরে জাল ফেলতেই উঠে আসে ৪টি ব্যালট বাক্স ও দু’বাণ্ডিল ব্য়ালট পেপার। ব্যালট বাক্স ও ব্যালট পেপার উদ্ধার করে থানায় নিয়ে যায় বকুলতলা থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *