Dakshin 24 Pargana : গভীর রাতে টোটোতে করে বোমা পাচার, রায়দিঘিতে ধৃত ১ – 4 drums full of fresh bombs recovered in raidighi 1 arrested


আজ থেকে শুরু হয়েছে পঞ্চায়েতের বোর্ড গঠন। আর ঠিক তার কয়েকঘণ্টা আগেই মঙ্গলবার গভীর রাতে বোমা পাচারের সময় গ্রামবাসীরা হাতেনাতে পাকড়াও করলেন দুষ্কৃতীদের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়দিঘি বিধানসভার ঢোলা থানা এলাকার আবাদ ভগবানপুরে। ৪ টি ড্রাম থেকে প্রায় ৭০ টির মতো তাজা বোমা উদ্ধার হয়েছে। এই কাণ্ডে গ্রেফতার হয়েছে ১ জন। জানা যায়, মঙ্গলবার গভীর রাতে আবার ভগবানপুর গ্রাম থেকে টোটোতে করে দুষ্কৃতীরা বোমা নিয়ে যাচ্ছিল। সেই সময় গ্রামের মানুষজনের সন্দেহ হওয়াতে দুষ্কৃতীদের ঘিরে ধরেন তাঁরা। পরে দেখতে পান টোটোতে ৪ টি ড্রাম বোঝাই বোমা রয়েছে।

Bomb Recovered : BJP নেত্রীর বাড়ির সামনে উদ্ধার তাজা বোমা, তীব্র চাঞ্চল্য তুফানগঞ্জে
ওই টোটোকে আটকে রেখে ঘটনার খবর দেওয়া হয় ঢোলা থানার পুলিশকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ টি বোমা ভর্তি ড্রামসহ একজনকে গ্রেফতার করে। ধৃতের নাম কামারুজ্জামান মোল্লা। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন রয়েছে বুধবার অর্থাৎ আজ। তাই অশান্তি পাকাতে বোমাগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। তবে বোমাগুলি কারা কেন নিয়ে যাচ্ছিলো তার তদন্ত শুরু করেছে ঢোলাহাট থানার পুলিশ। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে ভগবানপুর গ্রামের রাস্তা দিয়ে একটি টোটো যাচ্ছিল।

Hooghly News : পরিত্যক্ত ঘর থেকে উদ্ধার ১০ টি তাজা বোমা, আতঙ্ক চুঁচুড়ায়
এত রাতে টোটো চলায় সন্দেহ হয়। কয়েক জন এগিয়ে গিয়ে খোঁজখবর করতেই দেখেন বোমা নিয়ে যাওয়া হচ্ছে। এই নিয়ে হইচই বেঁধে যায় গ্রামে। গ্রামবাসীরা মিলে ওই টোটোটিকে আটকান। ঘিরে ধরা টোটোচালককে। খবর পেয়ে ঢোলা থানার পুলিশ চলে আসে ঘটনাস্থলে’। কোনও রাজনৈতিক দলই এই বোমা উদ্ধারের ঘটনায় এখনও পর্যন্ত মুখ খোলেনি। আজ স্থানীয় শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন রয়েছে। তার আগে বোমা উদ্ধারের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। কড়া সতর্কতা অবলম্বন করা হচ্ছে বোর্ড গঠন প্রক্রিয়াকে ঘিরে।

Birbhum News : বিস্ফোরকের স্তূপে বীরভূম! পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার ১২ হাজার জিলেটিন স্টিক
উল্লেখ্য, তিনদিন আগেই বীরভূম জেলার খয়রাশোলে উদ্ধার হয় ড্রাম ভর্তি তাজা বোমা। খয়রাশোলের কৃষ্ণপুর গ্রামে ঝোপের মধ্যে প্লাস্টিকের ড্রাম দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। পরে পুলিশ গিয়ে ১৫টি তাজা বোমা উদ্ধার করে।

Bhangar Clash : ১৪৪ ধারার মাঝেই তৃণমূল-ISF সংঘর্ষ, বোমাবাজিতে ফের উত্তপ্ত ভাঙড়
পঞ্চায়েত ভোটের জন্যই বোমা মজুত করা হয়েছিল বলে স্থানীয়দের অনুমান। খয়রাশোলের ঘটনার কয়েক ঘণ্টা পরই রামপুরহাটের রদিপুর গ্রামে একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় ১২ হাজার জিলেটিন স্টিক উদ্ধার করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *