Firhad Hakim News : ‘তিনকন্যা আমার গর্ব…’, ছোটো মেয়ের সাফল্যে ‘বুক চওড়া’ কলকাতার মেয়রের – firhad hakim kolkata mayor facebook post about his youngest daughter afshaa hakim llb degree


তিনি রাজ্যের দাপুটে মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘কিচেন ক্যাবিনেট’-এর সদস্য। এখানেই শেষ নয়, কলকাতার মেয়রের গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁর কাঁধে তুলে দিয়েছে দল। রোজকার রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই মন্ত্রী ফিরহাদ হাকিম আদ্যোপান্ত ‘ফ্যামিলি ম্যান’। সপরিবারে ভোটদান, ছোট্ট নাতনির সঙ্গে খুনসুঁটি বা কখনও কখনও স্ত্রী-কন্যাদের সঙ্গে নিয়ে ভ্রমণ। পরিবার বরাবরই প্রাধান্য পেয়েছে ববির কাছে।


যাঁরা রাজনীতির খোঁজ খবর রাখেন তাঁদের কারও অজানা নয় ফিরহাদের ‘তিনকন্যা’ তাঁর নয়নের মনি। বুধবার সোশ্যাল মিডিয়া পোস্টে নিজের কনিষ্ঠ কন্যার কথা তুলে ধরলেন ‘গর্বিত বাবা’ ফিরহাদ। এদিন আনুষ্ঠানিকভাবে আইনে স্নাতক হলেন ফিরহাদ হাকিমের কনিষ্ঠ কন্যা আফশা হাকিম। হরিয়ানা ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয় থেকে BA.LLB পাশ করেছেন ফিরহাদ-কন্যা।

Furfura Sharif : দিঘায় ‘জগন্নাথ মন্দির’-এ আরও ৪৩ কোটি, ফুরফুরা শরিফের উন্নয়নে ৫৮ কোটি বরাদ্দ রাজ্যের
কনিষ্ঠ মেয়ের সাফল্যের কথা তুলে ধরতে গিয়ে অন্য দুই মেয়ে প্রিয়দর্শনী ও সাবা হাকিমকে নিয়েও ‘গর্ব’ প্রকাশ পেয়েছে ফিরহাদের ফেসবুক পোস্টে। আফশার সমাবর্তনের ছবি শেয়ার করে ফিরহাদ লিখেছেন, ‘মেয়েরা আমার গর্ব… এটা খুবই গর্বের যে আমার কনিষ্ঠ কন্যা আইনে স্নাতক হয়েছেন। এটা ভেবেই দুর্দান্ত লাগছে যে আমার পরিবারে একজন ওয়ার্কিং মাদার, একজন চিকিৎসক ও একজন আইনজীবী রয়েছেন। ঈশ্বর সর্বদা তাঁদের রক্ষা করুন।’ উল্লেখ্য ফিরহাদের জ্যেষ্ঠ কন্যা প্রিয়দর্শিনী হাকিম একজন ব্যবসায়ী, মেজো মেয়ে সাবা হাকিম MBBS পাশ করে এখন চিকিৎসক।

Talk To Mayor KMC: কলের মুখ ২ বার ভাঙলে জলের সংযোগ বিচ্ছিন্ন, অপচয় রুখতে কড়া পুরসভা
এ প্রসঙ্গে ফিরহাদের জ্যেষ্ঠ কন্যা প্রিয়দর্শনী হাকিম ফোনে এই সময় ডিজিটালকে বলেন, ‘এটা আমাদের পরিবারের জন্য খুবই গর্বের মুহূর্ত। আমার ছোটো বোন LLM করার জন্য খুব শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট যাবেন। আমাদের বাবা-মা ছোটো বেলা থেকেই আমাদের নিজেদের পায়ে দাঁড়ানোর কথা শিখিয়েছেন। সন্তানের জন্ম দেওয়ার পর আমি যখন চাকরি ছাড়তে চেয়েছিলাম তখন বাবা আমাকে পরামর্শ দেন, শারীরিক কোনও সমস্যা না থাকলে আমি যেন চাকরি না ছাড়ি। হাজার রাজনৈতিক ব্যস্ততার মধ্যে বাবা সবসময় আমাদের পাশে থেকেছেন।’

Mamata Banerjee : ইমাম-মোয়াজ্জেনদের সঙ্গে কথা বলতে ইন্ডোরের সভায় মুখ্যমন্ত্রী
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী ফিরহাদ হাকিম। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ফিরহাদের গুরুত্ব। নেত্রীর নির্দেশ পালন করার ক্ষেত্রে পরিবার সবসময় তাঁর পাশে দাঁড়িয়েছে বলে অতীতে একাধিক সাক্ষাৎকারে দাবি করেছেন কলকাতার মেয়র। সংসার সামলাতে স্ত্রী ইসমত হাকিমের অবদানের কথাও বারবার শোনা গিয়েছে তৃণমূলের প্রথমসারির এই নেতার মুখে। ২০২১ সালে নারদাকাণ্ডে গ্রেফতারির পর ফিরহাদের পরিবারকে প্রতি মুহূর্তের জন্য তাঁর পাশে দেখা গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *