Hooghly News : রক্ত চেটে খাচ্ছে কুকুর! রাজ্যের সরকারি সুপার স্পেশালিটি হাসপাতালের ভিডিয়ো ভাইরাল – dog licking human blood in chandannagar sub divisional hospital video spread all over social media


সরকারি হাসপাতালে মৃতের রক্ত চেটে খাচ্ছে কুকুর! শিউরে ওঠার মতো ভিডিয়ো ভাইরাল হতেই হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। হুগলির চন্দননগর মহকুমা হাসপাতালে এই ছবি ধরা পড়েছে। মঙ্গলবার চন্দননগর বড় বাজারে একটি মাল্টিপ্লেক্সের ক্যাপসুল লিফটে কাজ করার সময় তিনতলা থেকে পরে মাথায় আঘাত লেগে মৃত্যু হয় এক ঠিকা শ্রমিকের।

পড়ে যাওয়ার পর ওই ঠিকা শ্রমিককে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের সামনে গতকাল সন্ধায় সেই শ্রমিকের মৃতদেহ একটি ট্রলিতে পড়ে ছিল। ট্রলির নিচে রক্ত গড়িয়ে পড়তে থাকে। তখনই জরুরি বিভাগে একটি সারমেয়কে ঢুকে পড়তে দেখা যায়। মৃত ঠিকা শ্রমিকের গড়িয়ে যাওয়া রক্ত চেটে খেতে দেখা যায় ওই কুকুরটিকে। শিউরে ওঠার মত এই ছবি প্রকাশ্যে আসতেই হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

Hooghly News: নির্মীয়মান লিফট ছিঁড়ে পড়ে চন্দননগর মাল্টিপ্লেক্সে ভয়াবহ দুর্ঘটনা, মৃত্যু পরিযায়ী শ্রমিকের
সরকারি হাসপালে এই ছবি দেখে স্বাভাবিকভাবেই আক্রমণে নেমে বিরোধী রাজনৈতিক দলগুলি। এ প্রসঙ্গে চন্দননগরের বিজেপি সভাপতি গোপাল চৌবে বলেন, ‘এই নিয়ে বলার মতো কিছু নেই। চন্দননগর মহকুমা হাসপাতাল এখন শ্মশানে পরিণত হয়েছে। এর আগেও এই হাসপাতালে এমন অনেক ঘটনা ঘটেছে। রোগীদের ওয়ার্ডের মধ্যে কুকুর-বেড়াল ঘুরে বেড়ায়। এর আগেও বলেছি আমরা, প্রতিবাদ করেছি। কিন্তু চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কোনও কাজ হয়নি। কী অবস্থা! হাসপাতালে মানুষের রক্ত কুকুর খাচ্ছে। এটা লজ্জার বিষয়।’

Bhatpara State General Hospital : রোগীর সঙ্গেই কুকুর-বিড়ালের বসবাস! ভাটপাড়া হাসপাতালে চরম অব্যবস্থা
যদিও এ বিষয়ে হাসপাতাল সুপার ধ্যানব্রত মণ্ডল সাংবাদিকের কিছু বলতে চাননি। তবে হাসপাতাল সূত্রে খবর, ভিডিয়ো চাউর হতে নড়েচড়ে বসে চন্দননগর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, এই ঘটনা কর্তৃপক্ষের নজরে আসতেই কুকুর তাড়ানোর ব্যবস্থা করা হয়। তবে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে।

হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভূঁইয়া এ প্রসঙ্গে বলেন, ‘এখনও আমি পুরো বিষয়টি জানি না। মনিটরিংকে ওখানে পাঠানো হবে। তার থেকে বিষয়টি আগে জানতে হবে। এই বিষয়ে না জেনে এখনই কোনও মন্তব্য করা ঠিক হবে না বলেই আমি মনে করি।’

Delhi AIIMS Fire : দিল্লি AIIMS-এ বিধ্বংসী আগুন, আতঙ্কে রোগীরা
হাসপাতালে আগত রোগী ও তাঁদের পরিজনরাও এই ঘটনায় উদ্বেগে রয়েছেন। চন্দন বিশ্বাস নামে এক রোগীর আত্মীয় বলেন, ‘গরিব মানুষের একমাত্র গন্তব্য সরকারি হাসপাতাল। সেখানে যদি মৃত মানুষের রক্ত এভাবে পশুদের চেটে খেতে দেখা যায়, তাহলে আর কী বলার আছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *