Kanyashree Divas : কন্যাশ্রীর ব্যানারে বালুরঘাটের দুই কন্যা – a picture of two balurghat girls with a campaign banner alongside chief minister mamata banerjee ahead of kanyashree divas


বিনয় আগরওয়াল, বালুরঘাট
কন্যাশ্রী দিবসের আগে সরকারি ব্যানারে ঠাঁই পেয়ে খুব খুশি বালুরঘাটের দুই আদিবাসী ছাত্রী। নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরের প্রকাশিত প্রচারমূলক ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ঝলমল করছে দুই কিশোরীর মুখ। তাঁদের নিয়ে উচ্ছ্বসিত গোটা দক্ষিণ দিনাজপুর।
প্রতি বছর ১৪ অগস্ট রাজ্য জুড়ে কন্যাশ্রী দিবস পালিত হয়। তার আগে রাজ্যের শতাধিক স্কুলের ছবির মধ্যে একটি ছবিকে সরকারি ব্যানারে স্থান দেওয়া হয়। এই বছর কন্যাশ্রী দিবসের প্রাক্কালে সেখানে বালুরঘাটের দুই আদিবাসী ছাত্রী স্থান পেয়েছে। তাই খুশির হাওয়া বালুরঘাট জুড়ে।

Duare Sarkar : ১ সেপ্টেম্বর থেকে রাজ্যে দুয়ারে সরকার, নতুন কোন প্রকল্প থাকছে এবার?
কন্যাশ্রীর সাম্প্রতিকতম ‘মুখ’ ললিতা পাহান ও প্রিয়াঙ্কা মার্ডি। দুই বন্ধুই বালুরঘাটের নালন্দা বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্রী। এ বছর রাজ্য সরকারের কন্যাশ্রী প্রকল্পের দশম বর্ষপূর্তি। সরকারি এই পোস্টারে লেখা, রাজ্য জুড়ে স্কুল ও কলেজে কন্যাশ্রী দিবস পালিত হবে। সেই উপলক্ষে হবে সাইকেল র‍্যালি। সেখানেই সাইকেলে ওই দুই ছাত্রীর ছবি ফুটে উঠেছে।

World Tribal Day : ‘অধিকার রক্ষা করুন…’, বিশ্ব আদিবাসী দিবসে টুইট বার্তা মমতা-অভিষেকের
ললিতার বাবা গোবিন্দ পাহান সামান্য রংমিস্ত্রির কাজ করেন। বালুরঘাটের পুলিশ লাইন এলাকার বাসিন্দা ললিতা ভবিষ্যতে আইনজীবী হতে চায়। তার বান্ধবী প্রিয়াঙ্কার বাবা-মা নেই। সে স্কুলের পাশেই নিবেদিতা হোমে থাকে। ছবিতে সাইকেলের পিছনে বসে রয়েছে প্রিয়াঙ্কা। বড় হয়ে নার্স হতে চায় সে। দুই বন্ধুর ছবি একই সঙ্গে রাজ্যের পোস্টারে স্থান পাওয়ায় খুশির কিনারা নেই তাদের।

Mamata Banerjee : ‘পড়াশোনা কেমন চলছে?’ ঝাড়গ্রামের স্কুলে হঠাৎ পরিদর্শন মুখ্যমন্ত্রীর
নিজের ছবির দিকে তাকিয়ে ললিতা এ দিন বলে, ‘আমরা আঁচ করতে পারিনি যে, আমাদের ছবি রাজ্যের পোস্টারে স্থান পাবে। মুখ্যমন্ত্রীর পাশে আমাদের ছবি এ ভাবে জায়গা করে নেবে। পোস্টার দেখে স্কুলের বন্ধুরা শুভেচ্ছা জানিয়েছে। আমরা খুব খুশি।’ প্রিয়াঙ্কার কথায়, ‘স্কুল থেকে বলা হয়েছিল কন্যাশ্রী প্রকল্পের জন্য ছবি তোলা হবে। তখন কিছুই বুঝতে পারিনি। ছবি তোলা হয়েছিল। কিন্তু সেই ছবি যে মুখ্যমন্ত্রীর ছবির পাশে এভাবে জায়গা করে নেবে, তা ধারণা করতে পারিনি।’

Mamata Banerjee Job Announcement : রাজ্যে ফের শিক্ষক পদে নিয়োগ, ঝাড়গ্রামের ঝুলিতে বিরাট প্রাপ্তি! সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী
নালন্দা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সৌমিত দাস বলেন, ‘জেলা প্রশাসনের কন্যাশ্রী দপ্তর থেকে একাধিক ছবি নেওয়া হয়েছিল। কন্যাশ্রী ক্যালেন্ডারের মতো একাধিক প্রকল্পে নানা কাজে এই ছবি ব্যবহৃত হয়। কিন্তু সেটা কন্যাশ্রী দিবসের আগে এ ভাবে রাজ্যের ব্যানারে স্থান পাবে ভাবতে পারিনি। ২০১৩ সালে যখন কন্যাশ্রী শুরু হয়, তখনও এই স্কুলের এক মেয়ে মুখ্যমন্ত্রীর হাত থেকে উপহার নিয়েছিল। এবার দশম বর্ষে দুই ছাত্রীর ছবি স্থান পেল। এর চেয়ে খুশির খবর কিছু নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *