মেঘলা দিনে মুম্বইয়ের রাস্তায় দেখা গেল উরফি জাভেদকে। নিত্যদিন অভিনব পোশাক পড়ে এসে সকলকে চমকে দেওয়াই কাজ উরফির। কোনওদিন ফেল করেন না এই কাজে। আজকেও করলেন না। গোলাপি রঙের পোশাকে দেখা গেল উরফিকে (Urfi Javed News)। উরফির পোশাকে চমক থাকবে না তাই আবার হয় নাকি। উরফির পোশাক জুড়ে দেখা গেল সিং। উরফিকে দেখেই এক যুবক যোগা করে দেখালেন। ভক্তর কেরামতি দেখে মুগ্ধ উরফি। হলটা কী? উরফির সারা শরীরে সিং! Watch The Entertainment Video.