WB Panchayat Board 2023 : শাসকদলকে টেক্কা, তৃণমূল সদস্যকে দলে টেনে বোর্ড দখল সম্মিলিত বিরোধী জোটের – panchayat board formed beldanga sompara gram panchayat with tight security


ফের বিরোধীদের সংঘবদ্ধ জোটের দাপটে আরও একটি পঞ্চায়েত বোর্ড হাতছাড়া হল শাসক দলের। গতকালই জেলায় প্রথম বাম কংগ্রেস, BJP জোট সুতি – ২ ব্লকে পঞ্চায়েত বোর্ড গঠন করেছিল। বিরোধীরা আওয়াজ উঠিয়েছিল, সুতি – ২ ব্লক এবার বিরোধী জোটকে পথ দেখাবে। এবার পঞ্চায়েতে বোর্ড গঠনে মডেল হবে সুতি – ২ ব্লকের মহেসাইল গ্রাম পঞ্চায়েত। এদিন প্রমানিত হল বিরোধীরা শুধু আস্ফালন করেনি।

মুর্শিদাবাদে ফের উলটপুরান দেখা দিল। তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য বাম কংগ্রেস BJP-র জোটে যোগ দিয়ে জোটের সমর্থনে প্রধান নির্বাচিত হলেন। ঘটনাটি বেলডাঙা – ২ ব্লকের সোমপাড়া – ২ পঞ্চায়েতের। প্রধান পদে প্রার্থী ছিলেন তৃণমূলের দুই নির্বাচিত সদস্য। এরমধ্যে মহব্বত আলি মোল্লা তৃণমূল থেকে বেরিয়ে বাম কংগ্রেস ও BJP-র সমর্থন নিয়েই প্রধান নির্বাচিত হন।

West Bengal Panchayat Election : একজোট বাম-বিজেপি-কংগ্রেস! বেশি আসনে জিতেও পঞ্চায়েত হাতছাড়া TMC-র
বুধবার কড়া নিরাপত্তা ও ১৪৪ ধারার মধ‍্য দিয়ে বেলডাঙা – ২ ব্লকের সোমপাড়া ২ গ্রাম পঞ্চায়েতে BJP কংগ্রেসের সমর্থনে তৃণমূলের প্রধান হলেন মহব্বত আলি মোল্লা। উপপ্রধান হলেন নন্দিতা মণ্ডল। মোট ১৯ টি আসন সোমপাড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের দখলে রয়েছে ৮টি আসন। অপরদিকে BJP জিতেছে পাঁচটি আসনে।

Murshidabad News : ফের অশান্ত রানিনগর! পঞ্চায়েত বোর্ড গঠনের পর চূড়ান্ত বিশৃঙ্খলা, টহলদারি পুলিশের
কংগ্রেস পেয়েছে তিনটি আসন। একটি আসনে বাম ও দুটি আসনে নির্দল প্রার্থী জয়লাভ করে। বোর্ড গঠনের সময় তৃণমূলের নওশাদ আলি ও অপরদিকে তাঁর প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূলের অপর এক জয়ী প্রার্থী মহব্বত আলি মোল্লা। BJP বাম কংগ্রেসের সমর্থনে তৃণমূলের মহব্বত আলি মোল্লার পক্ষে দশটি ভোট পড়ে।

নওশাদ আলির পক্ষে ৮ টি ভোট পড়ে। কংগ্রেসের নির্বাচিত প্রার্থী ভোট গ্রহনে অংশ নিতে পারেননি। তাঁর বিরুদ্ধে আদালতে মামলা চলছে। তৃণমূলের পক্ষে অপর এক ভোট দাতা কে এখনও জানা যায়নি। তবে সূত্রের খবর এক নির্দল সদস্য তৃণমূলকে গোপনে ভোট দিয়েছেন। যদিও এই ঘটনায় বেজায় খুশি জোট নেতৃত্ব।

Panchayat Board : ফের ‘বিক্ষুব্ধ কাঁটা’! নদিয়ায় যৌথভাবে বোর্ড গড়ল তৃণমূল-সিপিএম-বিজেপি
স্থানীয় এক কংগ্রেস নেতা এই বিষয়ে বলেছেন, ‘সুতি – ২ ব্লকে যে ঘটনা ঘটেছে, সেটা আমরা বেলডাঙা – ২ ব্লকেও দেখিয়ে দিলাম। এখানে মানুষের জোট হয়েছে। মানুষ এই মুহূর্তে তৃণমূলকে পছন্দ করছেন না। সেই কারণে তাঁদের বোর্ড গঠন করতে দেওয়া যেত না। সেই কারণেই আমরা অপেক্ষাকৃত স্বচ্ছ ভাবমূর্তির মহব্বত আলি মোল্লাকে সমর্থন করেছি, ও বোর্ড গঠন করেছি।’ যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *