WB Panchayat Election : বোর্ড গঠনে বাধা, ফিল্মি কায়দায় ‘হাইজ্যাক’ জয়ী ৪ প্রার্থী! অভিযুক্ত TMC – bjp winning candidate allegedly abducted by tmc goons in uttar dinajpur kaliyaganj


বোর্ড গঠনের আগে রাস্তা থেকেই বিজেপির তিন ও এক নির্দল জয়ী সদস্যকে অপহরণের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে অপহৃত চার পঞ্চায়েত সদস্যর নাম ধীরেন রায়,অষ্টমি রায়, আদরি বর্মন ও পঞ্চমী রায়৷ এদের মধ্যে পঞ্চমী রায় নির্দল হিসেবে জয়ী হয়েছেন।

অভিযোগ, এদিন বোর্ড গঠন উপলক্ষ্যে চার জন সদস্য গাড়ি করে পঞ্চায়েত দফতরে আসছিলেন৷ সেই সময় ডালিমগাঁ পেট্রোল পাম্পের সামনে থেকে বেশ কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী তাদের রাস্তা থেকে অপহরণ করে বলে অভিযোগ৷ আর এই ঘটনার পর থেকে এখনও কোনও খোঁজ নেই বিজেপির ৩ ও নির্দল পঞ্চায়েত সদস্যের৷

Uttar Dinajpur : বোর্ড গঠনকে ঘিরে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রণক্ষেত্র কালিয়াগঞ্জ
উল্লেখ্য ধনকৈল গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৮ টি। এর মধ্যে ২০১৮ সালে ধনকৈল গ্রাম পঞ্চায়েত একক ভাবে দখল করেছিল বিজেপি। ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে পুনরায় ধনকৈল গ্রাম পঞ্চায়েতে সর্বাধিক আসনে জয়ী হয় বিজেপি৷ তাদের মোট আসন ১২ টি। অন্যদিকে তৃণমূলের দখলে যায় ১১ টি আসন। বাকী সিপিএম ২ টি, কংগ্রেস ২ টি ও নির্দল ১ টি আসনে জয়লাভ করে।

এদিন বোর্ড গঠনের আগেই বিরোধী চার পঞ্চায়েত সদস্যকে অপহরণের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে৷ প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতা কর্মীরা৷ তাদের অভিযোগ, বিজেপি যাতে বোর্ড করতে না পারে সেজন্য দলের পঞ্চায়েত সদস্যদের অপহরণ করেছে তৃণমূল। যদিও এই ঘটনাকে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে ইঙ্গিত করেছে তৃণমূল। তাদের অভিযোগ, বিজেপির প্রধানকে হবেন তাই নিয়েই গোলমালের সূত্রপাত৷ বিজেপির অভিযোগ ভিত্তিহীন।

West Bengal Panchayat Election : একজোট বাম-বিজেপি-কংগ্রেস! বেশি আসনে জিতেও পঞ্চায়েত হাতছাড়া TMC-র
এই ঘটনা প্রসঙ্গে বিজেপি নেতা গৌতম বিশ্বাস বলেন, ‘ধনকৈল অঞ্চলে বোর্ড গঠন ছিল। বিজেপি ও নির্দল প্রার্থীরা একসঙ্গে আসছিলেন। রাস্তা থেকে তৃণমূলের গুন্ডা বাহিনী তাঁদের অপহরণ করেছেন। তৃণমূলের গুন্ডাদের হাতে বন্দুর ছিল, ভয় দেখিয়ে জয়ী সদস্যদের নিয়ে গিয়েছে। এরই প্রতিবাদে আমরা রাস্তা নেমেছি। আগে থেকে পুলিশকে জানানো সত্ত্বেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, নইলে এমনটা কোনওভাবেই হত না। তৃণমূলের সাধারণ চক্ষু লজ্জাও নেই।’

Trinamool Congress : বোর্ড গঠনের আগে ফের দলবদলের পালা, তৃণমূলে যোগ বনগাঁর নির্দল জয়ী প্রার্থীর
তৃণমূল নেতা সাধন সরকার বলেন, ‘তৃণমূল এই সব কাজ করে না। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। প্রধান হওয়া নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ ছিল বলেই আমরা জানি, সেই কারণেই এটা হয়ে থাকতে পারে। তৃণমূলেক কোনও বাহিনী এখানে ঘুরছে না। কোনও বহিরাগত কেউ এখানে নেই। প্রশাসন দেখবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *