বাঁচানো গেল না স্বপ্নদীপকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের চারতলা থেকে পড়ে মৃত্যু পড়ুয়ার


অয়ন ঘোষাল ও শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: বাঁচানো গেল না স্বপ্নদীপ কুন্ডুকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের চারতলা থেকে পড়ে মৃত্যু হল প্রথম বর্ষের ওই ছাত্রের। বাংলা বিভাগের ওই ছাত্রের বাড়ি নদিয়ার বগুলায়। বাংলা বিভাগে ভর্তি হয়েছিল মাত্রা দুদিন আগেই। গতকাল ক্লাস থাকলেও ক্লাস যায়নি স্বপ্নদীপ। কীভাবে এমন ঘটনা তা নিয়ে রহস্য দানা বাঁধছে।

আরও পড়ুন-ফের খুন খড়গ্রামে! এবার প্রাণ গেল পঞ্চায়েতে জয়ী প্রার্থীর ছেলের…

গতকাল হোস্টেলের এ ব্লকের চারতল থেকে পড়ে যায় স্বপ্নদীপ। অত্যন্ত সঙ্কজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় কেপিসি মেডিক্য়াল কলেজে। কিন্তু শেষরক্ষা হল না। এই মৃত্যুর পেছনে র‌্যাগিংয়ের কোনও ঘটনা জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিস।

ঠিক কীভাবে হোস্টেল থেকে পড়ে স্বপ্নদীপের মৃত্যু হল তা নিয়ে তদন্ত হচ্ছে । এনিয়ে যাদবপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনার পেছনে যদি কোনও ফাউল প্লে থাকে তাহলে তা কী সেটাও খতিয়ে দেখা হচ্ছে।  

হোস্টেলে রাতের খাবার দেওয়া হয় সাড়ে আটটা থেকে রাত দশটা পর্যন্ত।  ঘটনা ঘটছে তার পরে। খাবার পরে স্বপ্নদীপ একাই ছাদে উঠেছিল? কারা তাকে ছাদে উঠতে দেখেছিল? নাকি সঙ্গে অন্য কেউ ছিল? এসব তদন্ত করে দেখছে পুলিস। তবে সমস্যার বিষয় হল ছাত্রাবাসে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। ফলে পুলিসকে নির্ভর করতে হবে ছাত্রাবাসের আবাসিকদের বয়ানের উপরে। গোটা ঘটনার সঙ্গে র‌্যাগিংয়ের বিষয়টি উড়িয়ে দেওয়া যা না। তবে আবাসিকরা বলছেন গত ৪ বছর হোস্টেলে কোনও র‌্যাগিংয়ের বিষয় নেই।

সবিস্তার আসছে…..

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *