বিচারক বলেন, ‘আপনি তো অনেকটাই রোগা হয়ে গিয়েছেন দেখছি’। অনুব্রত মণ্ডল বলেন, ‘হ্যাঁ সাহেব শরীরের রোগগুলো তো সবই রয়েছে তাই ওষুধ-পত্র সবই চলছে’। এরপরে অনুব্রত মণ্ডল বিচারককে বলেন, ‘শুনছি কেসটা দিল্লি চলে যাবে! আমরা দিল্লি যাব কেন? আমরা বাংলার মানুষ, আমাদের বাড়ি বাংলায়, আমরা দিল্লি যাব কেন?’
Source link
