Cooch Behar News : BDO অফিসের গাড়িতে হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে, তুমুল উত্তেজনা তুফানগঞ্জে – alleged attack on bdo office car against bjp in tufanganj


গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা দেখা দিল তুফানগঞ্জ -১ ব্লকের অন্দরান ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে। BDO অফিসের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল BJP কর্মী সমর্থকদের বিরুদ্ধে। সেখান থেকে কোনোরকমে পালিয়ে বাঁচেন BDO অফিসের আধিকারিকরা। অভিযোগ গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের পর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক প্রধান ও উপপ্রধানকে রেজ্যলিউশন খাতা বুঝিয়ে দিচ্ছিলেন না। তাঁদের কাগজপত্র বুঝিয়ে দিচ্ছিলেন না।

পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে BJP নেত্রী শিখা বসাক বলেন, ‘এদিন প্রধান নির্বাচনের পর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সিলমোহর দেননি। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কোনও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেনি। এগুলি মিথ্যে কথা বলা হচ্ছে যে BJP কর্মীরা গাড়ি ভাঙচুর করেছেন, আধিকারিকদের উপরে হামলা চালিয়েছেন।’

Bomb Recovered : BJP নেত্রীর বাড়ির সামনে উদ্ধার তাজা বোমা, তীব্র চাঞ্চল্য তুফানগঞ্জে
দায়িত্বপ্রাপ্ত আধিকারিক কৌশিক দত্ত বলেন, ‘আমি সই করে দিয়েছিলাম। কিন্তু আমাকে সিল দেওয়া হয়নি। তাই সিল মারতে পারিনি। তাই ওরা আটকেছিল।’ প্রসঙ্গত তুফানগঞ্জ -১ ব্লকের অন্দরান ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে BJP ৯ টি আসনে এবং তৃণমূল ৮ টি আসনে জয়ী হয়।

WB Panchayat Board : বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়াল রায়গঞ্জে, পঞ্চায়েতের কার্যালয় ঘেরাও গ্রামবাসীদের
এদিন বোর্ড গঠনের সময় সিল না দেওয়ার কারণেই ওই গণ্ডগোল লাগে। কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচনে কোচবিহার জেলার ১২৮ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে তৃণমূল ১০১, BJP ২১ ও ৬ টি গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়। গত ৮ আগষ্ট থেকে গ্রাম পঞ্চায়েত গুলিতে বোর্ড গঠন শুরু হয়।

বৃহস্পতিবার ৪৮ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হয়। এরমধ্যে তৃণমূল ৩৯ টি ও BJP ৯ টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন করে। তবে তুফানগঞ্জে এই বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়ায়। তবেই এই ঘটনার জেরে BJP-কে তুমুল কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল কংগ্রেস।

Uttar Dinajpur : বোর্ড গঠনকে ঘিরে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রণক্ষেত্র কালিয়াগঞ্জ
তুফানগঞ্জের এক তৃণমূল নেতা এই বিষয়ে বলেছেন, ‘এটা BJP-র চিরাচরিত স্বভাব। তৃণমূল কর্মীদের উপর ওরা হামলা তো করেই, এখন সরকারি আধিকারিকদের উপরেও হামলা করতে ছাড়ছে না। বেশিরভাগ পঞ্চায়েতেই BJP হেরেছে, কিন্তু যে ২-১ জায়গায় জিতেছে, সেখানেও এভাবে মারামারি শুরু করেছে। এতেই বোঝা যাচ্ছে যে ওরা বোর্ড কিভাবে চালাবে।’ যদিও এই বিষয়ে BJP-র জেলা নেতৃত্ব কোনও মন্তব্য করতে চাননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *