Nawsad Siddiqui : নওশাদের সঙ্গে বচসায় পুলিশ, বোর্ড গঠন ঘিরে বোমাবাজিতে রণক্ষেত্র ফুরফুরা – isf mla nawsad siddiqui clashed with police over formation of panchayat board in furfura


ফুরফুরায় পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে দেখা দিল ব্যাপক উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশবাহিনী। এদিকে পুলিশের সঙ্গে বচসায় জড়ান ভাঙড়ের ISF বিধায়ক নওশাদ সিদ্দিকি। অভিযোগ, বেলা ১২টা বেজে গেলেও পঞ্চায়েতে তালা বন্ধ থাকে।‌ শাসক দলের কাউকেই পঞ্চায়েত এলাকায় দেখা যায়নি। পঞ্চায়েত সংলগ্ন রাস্তা ঘাট শুনশান। বন্ধ দোকান বাজার। এলাকায় বোমাবাজির অভিযোগও করা হয়েছে। ফুরফুরা পঞ্চায়েতে ২৯টি আসনের মধ্যে ২৪ টা পেয়েছে তৃণমুল আর ISF ও CPIM জোট পেয়েছে ৫টি আসন। আজ বোর্ড গঠন রয়েছে ফুরফুরা গ্রাম পঞ্চায়েতে।

WB Panchayat Board : সংখ্যাগরিষ্ঠ হয়েও পঞ্চায়েত বোর্ড হাতছাড়া তৃণমূলের, বাজিমাত জোটের
সেই বোর্ড গঠনকে ঘিরেই উত্তেজনা ছড়ায় । আসরে নামেন নওশাদ সিদ্দিকি। তাঁকে বলতে শোনা যায়, ‘এখানে চার্জে কে আছেন’? পুলিশকে আঙুল তুলে বলতে থাকেন, ‘তুমি আমার বাড়িতে ঢিল ছুঁড়েছ কেন? এরপরে পুলিশকে ‘তুই-তোকারি’ করতে থাকেন। বলতে থাকেন, ‘আপনি আমার বাড়িতে ইট ছুঁড়েছেন কাঁচ ভেঙেছেন’। যদিও বেশ কিছুক্ষণ পরে পঞ্চায়েতের তালা খুলে ভিতরে ঢোকেন জয়ী প্রার্থীরা। এদিকে, ফুরফুরার পিরজাদা কাশিম সিদ্দিকি বলেন, ‘ফুরফুরায় জিতেছে ISF। তৃণমূল জোর করে দাবি করছে, ওরা জিতেছে।

Bhangar News: ভাঙড়ে ফের জারি ১৪৪, পঞ্চায়েত বোর্ড গঠনে অশান্তির আশঙ্কা
এটা নিয়ে আমরা আদালতেও গিয়েছি। সেখানে বিষয়টি বিচারাধীন। এই সময়ে কিভাবে বোর্ড গঠন করা যায়’? প্রশ্ন তুলেছেন তিনি। সেই সঙ্গে আরও বলেন, ‘ফুরফুরার লোকেরা এই অন্যায় করতে দেবে না। ফুরফুরায় গুণ্ডামি ও অরাজকতা করছে তৃণমূল কংগ্রেস। ওরাই বোমাবাজি করছে’।

যদিও বোমা ছোঁড়ার অভিযোগ অস্বীকার করছে তৃণমূল। তাঁরা দায় চাপিয়েছে ISF-এর দিকেই। ফুরফুরা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান তথা বর্তমানে জেলা পরিষদের সদস্য শামীম আহমেদ বলেন, ‘গতকাল রাতে পঞ্চায়েতে তালা দিয়েছে দুষ্কৃতীরা।

Bhangar Clash : ১৪৪ ধারার মাঝেই তৃণমূল-ISF সংঘর্ষ, বোমাবাজিতে ফের উত্তপ্ত ভাঙড়
গতকাল সারারাত বোমাবাজি করা হয়েছে এবং আজকেও বোমাবাজি করা হচ্ছে। তবে বোর্ড গঠন আজকেই হবে। এখানে ভোট শান্তিপূর্ণ হয়েছে। গণনা শান্তিপূর্ণ হয়েছে। বোর্ড গঠনও শান্তিপূর্ণ হবে। শান্ত ফুরফুরাকে অশান্ত করার চেষ্টা হচ্ছে। ওরা আদালতের এমন কোনও নির্দেশ দেখাতে পারেনি যেখানে বলা আছে, বোর্ড গঠন করা যাবে না’।

Trinamool Congress : বোর্ড গঠনের আগে ফের দলবদলের পালা, তৃণমূলে যোগ বনগাঁর নির্দল জয়ী প্রার্থীর
উল্লেখ্য, ভোটের পর থেকেই ISF ও CPIM জোট দাবি করে আসছে, তারা ২২টি আসনে এগিয়েছিল। ভোট গণনা করতে না দিয়ে জোর করে তাদের বার করে দেওয়া হয় বলে অভিযোগ। এর পর দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সমগ্র ফুরফুরা জুড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *