Panchayat Board : বোর্ড গঠনের দিন রক্তাক্ত বাঁকুড়া, দু’পক্ষের ঝামেলায় আহত একাধিক BJP কর্মী – several bjp workers were injured in conflict over panchayat board formation in bankura


পঞ্চায়েতের বোর্ড গঠনের দিনও রক্ত ঝরল বাঁকুড়ায়। বাঁকুড়া- ২ ব্লকের পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতে কার দখলে থাকবে তা নিয়ে BJP -তৃণমূল দু’পক্ষই ঝামেলায় জড়িয়ে পড়ে। বেশ কয়েক জন BJP কর্মীকে তৃণমূলের লোকজন পাইপ, রড, লাঠি দিয়ে মারধর করে বলে অভিযোগ। এই অবস্থায় বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রক্তাক্ত অবস্থায় পুলিশের তরফে আহত BJP কর্মীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে ১৭ আসন বিশিষ্ট পুরন্দরপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল ৭, BJP ৮, CPIM দু’টি আসনে জয়লাভ করে। বৃহস্পতিবার বোর্ড গঠনের দিন CPIM সদস্যরা ভোটাভুটিতে অংশ নেননি। আহত BJP কর্মী রঞ্জিত চৌধুরী দাবি করে বলেন, ‘বোর্ড গঠনে বাধা দেওয়ার উদ্দেশ্যেই তৃণমূলের লোকেরা রড লাঠি নিয়ে আক্রমণ করে। আজ বোর্ড গঠনের উদ্দেশ্যে আমরা পঞ্চায়েত অফিসে যাচ্ছিলাম। সেখানেই তৃণমূল কর্মীরা আমাদের বাধা দেয়। আমরা প্রতিবাদ করলে আমাদের উপর রড লাঠি নিয়ে চড়াও হয়, বেধড়ক মারধর করে। তারপর আমাদের ওখানে ফেলে রেখে চলে যায়। শেষ পর্যন্ত পুলিশ এসে আমাদের উদ্ধার করে ও চিকিৎসার জন্য নিয়ে যায়।’

Uttar Dinajpur : বোর্ড গঠনকে ঘিরে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রণক্ষেত্র কালিয়াগঞ্জ
BJP-র বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি সুনীল রুদ্র মণ্ডল বলেন, ‘ভোট শুরুর সময় থেকেই তৃণমূল বাধা দেওয়ার চেষ্টা করছিল। ওই দলের আক্রমণে আমাদের ১০ জন কর্মী আহত হয়েছেন, এদের মধ্যে পাঁচ জনের অবস্থা গুরুতর।’ ভোটাভুটির সময় তৃণমূলের লোকেরা অসাংবিধানিকভাবে বাধা সৃষ্টির চেষ্টা করেছিল বলে তিনি দাবি করেন।

Dakshin Dinajpur News : পঞ্চায়েত বোর্ড গঠনের ভোটাভুটিতেও ছাপ্পা, অভিযুক্ত তৃণমূলকে আটকাতে গিয়ে আক্রান্ত BJP নেতা
আরেক আহত BJP কর্মী বলেন, ‘ভোট শুরুর আগে থেকেই এখানে ঝামেলার সৃষ্টি করছে তৃণমূল। কিন্তু আমরা ওদের ষড়যন্ত্র রুখে দিয়েছিলাম। আর ভোটেও জিতেছি। সেই কারণেই আমাদের উপর আক্রোশ দেখিয়ে হামলা চালিয়েছে।’ বাঁকুড়া – ২ ব্লক তৃণমূল সভাপতি বিধান সিংহ BJP-র দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘BJP কর্মী সমর্থকেরাই নিজেদের মধ্যে ঝামেলার সৃষ্টি করে।’

WB Panchayat Board : বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়াল রায়গঞ্জে, BJP-এর কার্যালয় ঘেরাও গ্রামবাসীদের
এমনকি ওই দলের লোকেরাই পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য ভোটাভুটির সময় কাগজপত্র ছিঁড়ে দেয় বলে দাবি করেন। তিনি আরও বলেন, ‘নিজেদের মধ্যে ঝামেলা করছে ওরা। আর সেই কারণে বোর্ড গঠন করতে পারছে না। তাই এসব নাটক করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপাচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *