Pathashree Scheme : হাতের আঁচড়েই উঠে আসছে পিচ! তুফানগঞ্জে পথশ্রীর কাজ বন্ধ করে বিক্ষোভ গ্রামবাসীদের – the villagers protested by stopping the work of pathashree in tufanganj


পাকা রাস্তা তৈরির একদিন পর রাস্তায় হাত দিতেই উঠে যাচ্ছে পিচের প্রলেপ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করে তৈরি করা হচ্ছে পথশ্রী প্রকল্পের রাস্তা। এই অভিযোগ তুলে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন গ্রামবাসীরা। তুফানগঞ্জ – ২ নম্বর ব্লকের ফলিমারী গ্রাম পঞ্চায়েতের ফলিমারী চিকনতলা এলাকার ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি করা হয়েছে। তাঁর ফলেই রাস্তার পিচের আস্তরণ উঠে যাচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে রাজ্য জুড়ে শুরু হয়েছিল পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ।

Uttar 24 Pargana : ভোটের আগে উন্নয়নের বুলি ছুটলেও বদলায় না পরিস্থিতি! সাইকেল কাঁধে তুলে আজও রাস্তা পার দেগঙ্গায়
পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ফলিমারী ব্রিজের পার থেকে মিলনবাজার পর্যন্ত ৩ কিমি ৩৫০ মিটার রাস্তাটি সংস্কারের জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৭ লাখ ৯৩ হাজার টাকা। কাজের বর্ণনা সংবলিত বোর্ডে কাজ শুরুর তারিখ রয়েছে ২১শে মার্চ ২০২৩।
আর কাজ শেষ করার তারিখ ২০শে জুন ২০২৩। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ভোটপর্ব মিটতেই তড়িঘড়ি রাস্তা নির্মাণের কাজ শুরু করে ঠিকাদারি সংস্থা। তবে রাস্তা তৈরির ২৪ ঘণ্টা পরেই আঁচড় কাটলেই উঠে যাচ্ছে পিচের প্রলেপ। রাস্তা তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়নি কাঁটাপাথর’।

Salt Lake Road : স্ট্রিট লাইটের হাল-বেহাল! রাতের সল্টলেকে ঝুঁকিতে পথচারী থেকে গাড়িচালকরা
একেবারে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার ফলেই রাস্তার ওই দশা বলে জানান, গ্রামবাসীরা। তাই এদিন রাস্তার কাজ বন্ধ করে বিক্ষোভে শামিল হন এলাকার বাসিন্দারা। এই ব্যাপারে চিকনতলা এলাকার স্থানীয় বাসিন্দা নিরঞ্জন দাস বলেন, ‘পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজ শুরু হওয়ায় আশায় বুক বেঁধেছিলেন গ্রামের সকলেই।

Behala Road Accident : দখলদারি আর খোঁড়া রাস্তায় ‘নরক’ বেহালা
তবে দুই কিলোমিটার দূর থেকে পাথরের সঙ্গে পিচ মিশিয়ে নিয়ে এসে সেখানে রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তায় ঠিক মত রোলার ব্যবহার করা হয়নি। পুরোপুরি দায়সারা ভাবে কাজ হয়েছে। তাই নির্মাণের পরের দিন রাস্তার পিচ, পাথর সব উঠে যাচ্ছে’। আরেক বাসিন্দা মায়া দাস বলেন, ‘এমন ভাবে রাস্তা তৈরি হবে, তা আমরাও ভাবতে পারিনি। দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার শিডিউল মেনে কাজ করছেন না। যার ফলে রাস্তা তৈরির পরই পিচের প্রলেপ উঠে যাচ্ছে’। যদিও পথশ্রী প্রকল্পের বরাদ পাওয়া ওই ঠিকাদার সংস্থার দাবি, সরকারি শিডিউল মেনে, সঠিকভাবেই রাস্তা নির্মাণের কাজ হচ্ছে।

Nandigram Railway Project : মমতার স্বপ্নের প্রকল্প! নন্দীগ্রামে রেলপথ এবার বাস্তবায়নের পথে, কী জানাল রেল?
এলাকার কয়েকজন মিথ্যা অভিযোগ তুলে রাস্তা নির্মাণের কাজ আটকে দিয়েছেন। তুফানগঞ্জ – ২ নম্বর ব্লক BDO প্রসেনজিৎ কুন্ডু বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানানো হবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *