এবার রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন (PSC) নিয়োগে অনিয়মের অভিযোগ নিয়ে আক্ষেপ প্রকাশ করতে শোনা গেল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বৃহস্পতিবার একটি মামলার প্রেক্ষিতে উল্লেখযোগ্য মন্তব্য করেন তিনি।
সেখানেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “এখন PSC-র অবস্থা দেখলে খারাপ লাগে। চোখের সামনে একটা সিস্টেম খারাপ হয়ে গেল। আমিও এক সময় PSC পরীক্ষা দিয়ে সরকারি চাকরি করেছি। আমি দুটো সরকারি চাকরি করেছি। কাউকে এক টাকাও দিতে হয়নি। তখন অত্যন্ত স্বচ্ছ ছিল।”
প্রাথমিকের একটি মামলায় বর্তমান শিক্ষক এবং ছাত্রদের প্রসঙ্গে বলতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় PSC নিয়ে মন্তব্য করেন। তাঁর কথায়, “PSC-তে ২৮ নম্বর ৮২ নম্বর হয়ে গেল। ভাবা যায়! খারাপ লাগে।” রাজ্যের নিম্ন আদালতের নিয়োগে অনিয়মের অভিযোগ শুনে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি। তাঁর এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
অতীতে রাজ্যের নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় একাধিক উল্লেখযোগ্য নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। SSC নিয়োগ দুর্নীতি মামলায় অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন তিনি। শুধু তাই নয়, অঙ্কিতা অধিকারীকে তাঁর প্রাপ্ত বেতন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি।
সেই চাকরি গিয়েছিল আবেদনকারী ববিতা সরকারের কাছে। শুধু তাই নয়, ববিতাকে অঙ্কিতার ফিরিয়ে দেওয়া বেতনও দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপর অবশ্য মামলা নতুন মোড় নেয়। ববিতার নম্বরে সমস্যা থাকায় এই চাকরি দেওয়া হয়েছিল অপর চাকরি প্রার্থীকে।
অন্যদিকে, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিষয়ে সাক্ষাৎকার নিয়ে বিতর্কের মুখে পড়তে হয়েছিল তাঁকে। সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দুটি মামলা তাঁর এজলাস থেকে সরানো হয়েছিল।
সম্প্রতি অতীতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণ শানিয়েছিলেন কুণাল ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত একটি মামলার প্রেক্ষিতে তিনি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে নিশানা করেছিলেন। তাঁর মন্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সেই সময় দাবি করেছিলেন তৃণমূলের মুখপাত্র। পরবর্তীতে দেবাংশু ভট্টাচার্যও একটি পোস্টে আক্রমণ করেছিলেন কলকাতা হাইকোর্টের এই বিচারপতিকে।