Raiganj News : বোর্ড গঠন বন্ধের মধ্যেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, তুমুল উত্তেজনা করণদিঘিতে – trinamool factional conflict on panchayat board formation in karandighi


হঠাৎই ব্লক প্রশাসনের নির্দেশে বন্ধ রইল বোর্ড গঠনের প্রক্রিয়া। সমস্ত দলের জয়ী প্রার্থীরা এসে ঘুরে গেলেন পঞ্চায়েত দফতর থেকে। আর তার মধ্যেই প্রকাশ্যে দেখা গেল তৃণমূলের গোষ্ঠীকোন্দল। পঞ্চায়েত অফিস থেকে বেরোনোর সময় তৃণমূল কংগ্রেসের জয়ী প্রার্থী এবং সমর্থকদের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। কি কারণে এই বিশৃঙ্খলা, তা নিয়ে মুখ খোলেননি কেউই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘির রসাখোয়া ২ গ্রাম পঞ্চায়েতে। উল্লেখ্য, নির্দিষ্ট সূচি অনুসারে করণদিঘির রসাখোয়া ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপ প্রধান নির্বাচনের দিন ধার্য্য ছিল বৃহস্পতিবার।

Agnimitra Paul : বোর্ড গঠন হচ্ছে না! BDO-র নোটিশ জারির পরই অগ্নিমিত্রার নেতৃত্বে পথ অবরোধ মন্দিরবাজারে
সেই মোতাবেক সমস্ত সদস্যরা নির্ধারিত সময়ে পঞ্চায়েত অফিসে পৌঁছন। কিন্তু আচমকাই ব্লক প্রশাসনের নির্দেশে পঞ্চায়েতে বোর্ড গঠন বন্ধ থাকে। তৃণমূলের ১১ জন, BJP-র ৮, জোট ৬ ও নির্দল ১ জন সদস্য সকলেই উপস্থিত ছিলেন এদিন। পঞ্চায়েত অফিসে দীর্ঘ সময় অপেক্ষা করার পরে সকলে জানতে পারেন এদিন বোর্ড গঠন হচ্ছে না।

রসাখোয়া ২ গ্রাম পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, BDO-র নির্দেশ মোতাবেক পঞ্চায়েত বোর্ড গঠনে স্থাগিতাদেশ দেওয়া হয়েছে। কারণ হিসেবে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ ব্যক্ত করেছেন BJP-র নব নির্বাচিত সদস্য জিতেন্দ্র নারায়ণ সিংহ। তিনি এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

Uttar Dinajpur : বোর্ড গঠনকে ঘিরে বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, রণক্ষেত্র কালিয়াগঞ্জ
বলেন, ‘প্রশাসনের কোনও কাজের ঠিক নেই। বলে এক, আর করছে আর এক। এভাবে পঞ্চায়েত চলতে পারে না। আমার মনে হচ্ছে শাসকদলের নির্দেশেই আজকের বোর্ড গঠন বাতিল করা হয়েছে। আমরা জানি এই বোর্ড গঠন ঘিরে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। যা আজকেই দেখা গিয়েছে পঞ্চায়েত অফিসের বাইরে। সেই কারণেই মনে হচ্ছে এই সিদ্ধান্ত।’

WB Panchayat Board 2023 : শাসকদলকে টেক্কা, তৃণমূল সদস্যকে দলে টেনে বোর্ড দখল সম্মিলিত বিরোধী জোটের
এদিকে এদিন তৃণমূল কংগ্রেসের বিজয়ী সদস্যরা বাইরে বের হওয়ার সময় বিশৃঙ্খলা হয়। শাসকদলের দুই সদস্যের সঙ্গে কয়েকজনের হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করে। তবে স্থগিতাদেশের কারণ নিয়ে ধোঁয়াশায় তৃণমূলের সদস্যরাও। তৃণমূল সদস্য মহম্মদ মোস্তাফা বলেন, ‘আমার ঠিক জানা নেই কি কারণে আজকের বোর্ড গঠন রদ করা হয়েছে। আর বাইরে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তা এমন কিছু না। নিজেদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে।’

এদিকে, করণদিঘির BDO বলেছেন, ‘পর্যাপ্ত পুলিশকর্মী না থাকার ফলেই নিরাপত্তার খাতিরে আজকে বোর্ড গঠন করা হচ্ছে না। কাল করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *