Uttar 24 Parganas : বেহালার দুর্ঘটনা থেকে শিক্ষা! স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের – north 24 parganas district administration takes strict action for school students safety


বেহালায় স্কুলের সামনে পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর পরই নড়ে চড়ে বসল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি পুরসভার সঙ্গে বৈঠক করে দুর্ঘটনা এড়াতে ও নিরাপদে যাতায়াতের ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে বলেই জানা গিয়েছে। জেলার বহু স্কুল রয়েছে মেন রোড অর্থাৎ যে সমস্ত জায়গা দিয়ে সর্বক্ষণ যানবাহন যাতায়াত করে এমন জায়গায়। যশোর রোড সংলগ্ন বহু স্কুলও রয়েছে তার মধ্যে।

প্রতিনিয়ত যান চলাচল করছে সেই সমস্ত জায়গা দিয়ে। স্কুলের সময় সেই সমস্ত রাস্তায় রীতিমতো ভিড় জমে। সে ক্ষেত্রে যানবাহন চলাচলের ক্ষেত্রেও সমস্যা তৈরি হয়। তবে গত কয়েকদিন আগে ঘটে যাওয়া বেহালার পথ দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে পুনরায় যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে তার জন্যই তৎপর জেলা প্রশাসন।

Dakshin Dinajpur News : ট্রাফিক পুলিশের ভূমিকায় রাস্তায় শিক্ষকরাই, জেলার একাধিক স্কুলে ‘বেহালা আতঙ্ক’
ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলাশাসকের দফতরে একটি প্রাথমিক বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বারাসত পুরসভার পুর প্রধান অশ্বনি মুখোপাধ্যায়। প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে বিশেষ নজরদারি চালানো হবে ব্যস্ত রাস্তার পাশে স্কুলগুলির, ছাত্র-ছাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে। পাশাপাশি যান নিয়ন্ত্রণ থেকে শুরু করে, যাতে কোন রকম দুর্ঘটনার সম্মুখীন না হতে হয় স্কুলের আশা ছাত্র-ছাত্রীসহ অভিভাবকদের তার দিকেও বিশেষ নজর রেখে পদক্ষেপ নিতে চলেছে প্রশাসন।

Dakshin 24 Parganas Accident : ফের দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়া, তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেন ঘাতক ট্যাক্সির চালক
ফলে এলাকার স্কুলগুলিকে নিয়ে একটি বৈঠকেরও আয়োজন করা হবে প্রশাসনের তরফ থেকে বলে জানা গিয়েছে। স্কুলগুলিকেও এই পথ নিরাপত্তা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে। যাতে পথ দুর্ঘটনায় আর কোনো সন্তানকে হারাতে না হয় বাবা-মার তার জন্যই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।

Purba Bardhaman News : ট্রাফিক কন্ট্রোল কই? বেহালার ঘটনায় আতঙ্কে বর্ধমানের একাধিক স্কুলের অভিভাবকরা
এই বিষয়ে পুর প্রধান অশ্বনি মুখোপাধ্যায় বলেন, ‘বেশ কিছু বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে। তার মধ্যে অন্যতম স্কুল পড়ুয়াদের পথ নিরাপত্তা। বারাসত পুরসভার মধ্যে বেশ কিছু স্কুল আছে যেগুলো একেবারে বড় রাস্তার ধারে অবস্থিত। সেখান দিয়ে বড় বাস থেকে শুরু করে লরি যাতায়াত করে। সেখানে রাস্তা পারাপার করা যথেষ্ট বিপদজনক। সেই কারণে স্কুলের এলাকায় ট্রাফিক গার্ড বসানোর ব্যাপারে কথা হয়েছে। সেখানে স্কুল শুরুর সময় থেকে শুরু করে ছুটির সময় পর্যন্ত ট্রাফিক পুলিশ থাকবে। যতক্ষণ না সব পড়ুয়া ফিরে যাচ্ছে স্কুল থেকে, রাস্তাঘাটে যান চলাচল কড়া হাতে নিয়ন্ত্রণ করা হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *