WB Panchayat Election : জয়ী প্রার্থীকে অপহরণ! সাঁকরাইলে বোর্ড গঠন ঘিরে অভিযোগ দলের কর্মীদের বিরুদ্ধে – trinamool inner party clash came to the fore over the formation of the panchayat board in sankrail


পঞ্চায়েতের বোর্ড গঠনে ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল। সাঁকরাইলের পাঁচপাড়া পঞ্চায়েতের বোর্ড গঠন ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূলের এক জয়ী প্রার্থী শেখ হাবিব আহমেদকে পুলিশের উপস্থিতিতে পঞ্চায়েত অফিসের সামনে থেকে অপহরণের অভিযোগ উঠেছে। সেই সঙ্গে অন্যান্য তৃণমূলের জয়ী প্রার্থীদেরও পঞ্চায়েত অফিসে ঢুকতে বাধা দেওয়ার কথা বলা হয়েছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়। জানা গিয়েছে, আজ সকালে ভোটদানের জন্য পঞ্চায়েতে অফিসে ঢোকার আগেই রাস্তায় মুখে রুমাল বেঁধে ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে।

Purba Bardhaman News : TMC জয়ী প্রার্থীদের অপহরণ! কাঠগড়ায় দলেরই একাংশ, জোর কোন্দল বর্ধমানে
তৃণমূলের জয়ী প্রার্থী শেখ হাবিব আহমেদকে অপহরণের অভিযোগ উঠেছে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গিয়েছে। তৃণমূলের এক গোষ্ঠীর অভিযোগ, গত দুদিন ধরে পুলিশ তৃণমূলের জয়ী প্রার্থীদের বাড়ি গিয়ে হুমকি দিয়ে আসে। তারপর আজ সকালে এই ঘটনা।

Calcutta High Court : ‘পুলিশে ভরসা নেই’, কেন্দ্রীয় নিরাপত্তার দাবিতে আদালতে নন্দীগ্রামের জয়ী BJP প্রার্থীরা
মোট ২১ আসনের পঞ্চায়েতে তৃণমূলের আসন ১৫, CPIM ২, BJP ২, কংগ্রেস ১ এবং নির্দল ১। আবার এই ১৫ জন জয়ী তৃণমূল কংগ্রেসের মধ্যে ১০ জন একদিকে রয়েছেন। আর অন্যদিকে রয়েছে ৫ জন। এই ৫ জন যেদিকে রয়েছেন তারাই অপহরণ করেছে বলে অভিযোগ। আরও অভিযোগ এর পিছনে তৃণমূল কংগ্রেসের দুই বিধায়কের ঠাণ্ডা লড়াই রয়েছে। এই বিষয়ে তৃণমূলের এক জয়ী প্রার্থী বলেন, ‘আমাদের সামনে থেকেই মুখে রুমাল বাঁধা কিছু লোক হঠাৎ করে শেখ হাবিব আহমেদকে তুলে নিয়ে চলে যায়। তারপর তাঁকে আর আমরা দেখতে পাইনি।

Trinamool Congress : বোর্ড গঠনের আগে ফের দলবদলের পালা, তৃণমূলে যোগ বনগাঁর নির্দল জয়ী প্রার্থীর
পুলিশের সামনে এই অপহরণ হলেও পুলিশ চুপ করে ছিল। আর দুদিন আগেই পুলিশ আমাদের বাড়িতে গিয়ে বোর্ড গঠনের দিন পঞ্চায়েত অফিসে না যাওয়ার জন্য হুমকি দিয়ে এসেছে। আমাদের কাগজপত্র ছিনিয়ে নেওয়া হয়েছে। আমরা খুবই আতঙ্কে আছি’। যদিও এই বিষয়ে অপরপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। এদিকে দলের জেলা নেতৃত্ব গোষ্ঠীদ্বন্দ্বের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। হাওড়া জেলা স্তরের এক তৃণমূল নেতা বলেছেন, ‘সাঁকরাইল এলাকায় কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই। এগুলি বিরোধীদের ষড়যন্ত্র।

Nadia News : বোর্ড গঠনের আগেই গ্রেফতার নির্দল প্রার্থী! ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের
মুখে কাপড় বেঁধে এসে বিরোধী দলের দুষ্কৃতীরা এই কাণ্ড করছে। আর তৃণমূলের নামে দোষ দিচ্ছে। পুলিশকে বলা হয়েছে শেখ হাবিব আহমেদকে অবিলম্বে খুঁজে বের করতে। পাঁচপাড়া পঞ্চায়েতে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠ আছে। আমরাই সেখানে বোর্ড গঠন করব’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *