WB Panchayat Election 2023 : ৭ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নয়া মুখ, ‘নবজোয়ার’-এর ঢেউয়ে ভাসছে হাওড়া! – howrah seven trinamool congress panchayat samities will get new face as sabhapati


পঞ্চায়েত নির্বাচন শেষ, হয়ে গিয়েছে ভোট গণনাও। জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বোর্ড গঠনের প্রক্রিয়া। তৃণমূল সূত্রে খবর, হাওড়া গ্রামীণের গ্রাম পঞ্চায়েত গুলিতে বৃহস্পতিবার ও পঞ্চায়েত সমিতিতে শুক্রবার বোর্ড গঠন হবে। আগামী সপ্তাহে সোমবার গঠিত হবে জেলা পরিষদের বোর্ড। সূত্রের খবর, হাওড়া গ্রামীণে বোর্ড গঠনে বড় চমক দিতে চলেছে তৃণমূল।

জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সব কটি পঞ্চায়েত সমিতিতে সভাপতি পদে ‘নতুন মুখ’ আনতে চলেছে তৃণমূল। এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মূলত প্রার্থী বদল ও সংরক্ষণের কারণে অধিকাংশ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আনা হবে নয়া মুখ।

Trinamool Congress : জেলা পরিষদের পদাধিকারী ঠিক করছেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব
জানা গিয়েছে, উলুবেড়িয়া ১ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সুলতানা বেগম পঞ্চায়েত সমিতির বদলে এবার গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ফলে তাঁর বদলে নতুন কাউকে সভাপতি পদের দায়িত্ব দেওয়া হবে। অন্যদিকে উলুবেড়িয়া ২ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি শেখ ইলিয়াসকে এবার টিকিট দেয়নি তৃণমূল, তাই সেখানে নতুন কেউ সভাপতি পদের দায়িত্ব নেবেন।

WB Panchayat Election : তৃণমূলের বোর্ড গঠনে বাধা খোদ TMC বিধায়ক! নামল পুলিশ, বেগমপুরে ধুন্ধুমার
অন্যদিকে উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি সুলেখা পাঁজা এবার জেলা পরিষদের তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। সেই কারণে তাঁর জায়গাতেও নতুন কাউকে সভাপতি করা হবে বলে জানা গিয়েছে। হাওড়ার আমতাতেও একই ছবি। আমতা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি পদটি এবার সংরক্ষিত, সেই কারণে বিদায়ী সভাপতি ধনঞ্জয় বাকুলির বদলে অন্য কাউকে দায়িত্বে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বাগনান ১ ও ২ পঞ্চায়েত সমিতির সভাপতি পদটিও এবার সংরক্ষিত, সেখানেও সভাপতি বদল অবশ্যম্ভাবী বলে জানা গিয়েছে।

এ প্রসঙ্গে এই সয়ম ডিজিটালের তরফে মন্ত্রী পুলক রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, বেশ কিছু জায়গায় পঞ্চায়েত সমিতির সভাপতি পদে নতুন মুখ আনা হবে। আমি এখন গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন নিয়ে ব্যস্ত রয়েছি। এর বেশি কিছু এখনই আর বলতে পারব না।’

Purba Medinipur : পূর্ব মেদিনীপুরে পঞ্চায়েতের আসনে টাই, বোর্ড গঠন কে করবে? জল্পনা
পঞ্চায়েত নির্বাচনে বেলাগাম হিংসা ও সন্ত্রাসের ছবি দেখেছিল বাংলা। তাজা রক্তে ভিজেছিল গ্রাম বাংলার রাস্তাঘাট। ভোট মিট গিয়ে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হলেও ছবিতে খুব বেশি বদল হয়নি। একদিকে যেমন বিরোধী ও নির্দল জয়ী প্রার্থীদের অপহরণ ও হুমকির অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে, তেমনই কোথাও কোথাও বোর্ড গঠন নিয়ে চরম আকার ধারণ করেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। বোর্ড গঠন প্রক্রিয়া সুষ্ঠভাবে সম্পন্ন করাই এখন প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *