West Bengal Panchayat : ১৯ লাখে ‘ডিল’, TMC-র সমর্থনে পঞ্চায়েত বোর্ড গঠন BJP-র! শুভেন্দুর জেলায় হইচই – bjp formed panchayat board in purba medinipur with support from tmc


সিপিএমকে হারাতে তৃণমূল এবং বিজেপির জোট বেঁধে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন। সিপিএমের এমন অভিযোগ ঘিরে সরগরম পূর্ব মেদিনীপুর জেলা। যদিও সিপিএমের যাবতীয় অভিযোগ মানতে নারাজ তৃণমূল ও বিজেপি উভয়পক্ষই। বৃহস্পতিবার তমলুক ব্লকের বিষ্ণুবাড় ২নম্বর গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করার সময় বাইরে একইসঙ্গে বিজেপি এবং তৃণমূল কর্মীর সমর্থকেরা গেরুয়া এবং সবুজ আবির মেখে উল্লাসে মাতলেন।

বোর্ড গঠনের সময় দেখা গেল যে বিজেপির প্রধান ও উপপ্রধান পদে মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। বিজেপি জয়ী প্রার্থীরা বেরিয়ে এসে বলেন যে আমরা পাঁচটি গ্রাম পঞ্চায়েতের আসনে জিতেছি. তবে আমাদের প্রধান ও উপপ্রধান পদপ্রার্থীকে আট জন ভোট দিয়েছে। বিজেপির দাবি, কারা তাদের গোপন ভোট তা অজানা।

Purba Medinipur News : রাজ্য নেতৃত্বকে বুড়ো আঙুল, কাঁথিতে বিজেপি-নির্দলদের সমর্থনে বোর্ড গড়লেন তৃণমূলের বিক্ষুব্ধরা
পূর্ব মেদিনীপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা। সেখানে তৃণমূল-বিজেপি ‘সমঝোতা’-র অভিযোগ নিয়ে শোরগোল শুরু হয়েছে। সিপিএমের অভিযোগ, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি একই সঙ্গে জোট বেঁধে বোর্ড গঠন করেছে। ১৪ আসনের বিষ্ণুবাড় ২ গ্রাম পঞ্চায়েত ভোট হয়। এই নির্বাচনে সেখানে বিজেপি জয়লাভ করে পাঁচটি আসনে। তৃণমূল কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা তিনটি করে আসনে জয়ী হন। সিপিএম সমর্থিত নির্দল তিনটিতে আসনে জয় লাভ করে। বোর্ড গঠন করার সময় দেখা যায় যে বিজেপির প্রধান প্রার্থী আটটি ভোট পেয়েছেন। অন্যদিকে সিপিএমের প্রধান পদপ্রার্থী ৬টি ভোট পেয়েছে। এই নিয়ে জলঘোলা শুরু হয়।

WB Panchayat Poll 2023 : তৃণমূলকে মাত, ‘বন্ধুদের সমর্থনে’ ২ পঞ্চায়েত দখল সিপিএমের
যদিও তৃণমূলের তরফ থেকে যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। জয়ী তৃণমূল প্রার্থী বিকাশ মাইতি বলেন, ‘তৃণমূলের প্রার্থী হিসেবে ১৪টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তৃণমূল ৩টি আসনে জয়ী হয়। কিন্তু আমরা এদিন ভিতরে থাকলেও আমরা ভোটদানে বিরত ছিলাম। সিপিএম তৃণমূলর বিরুদ্ধে অপপ্রচার করছে। এই সব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’

প্রধান হিসেবে নির্বাচিত বিজেপির সরস্বতী জানা দিন্ডা বলেন, ‘আমরা এই পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছি। আমি জানি না, তৃণমূল আমাদের ভোট দিয়েছে কি না। গোপন ব্যালটে ভোট হয়েছে। আমরা জিতেছি এটাই সব থেকে বড় কথা। কে সমর্থন করল সেটা নিয়ে এখনই আমরা ভাবছি না।’

Panchayat Board : ফের ‘বিক্ষুব্ধ কাঁটা’! নদিয়ায় যৌথভাবে বোর্ড গড়ল তৃণমূল-সিপিএম-বিজেপি
অন্যদিকে সিপিএমের তরফে বলেন, ‘আমরা এককভাবে সংখ্যাগরিষ্ঠ। কিন্তু তৃণমূল বিজেপি ১৯ লাখ টাকা গোপন আতাঁত করেছে। চোরে চোরে মাসতুতো ভাইয়ের মতো অবস্থা। সেই কারণে একসঙ্গে তাঁরা বোর্ড গঠন করেছে। মোদী-দিদি যে এক, এই ঘটনায় আরও একবার তা প্রমাণিত হল।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *