ব্যারাকপুর কমিশনারেটে কর্মরত ASI-এর রহস্যমৃত্যু, মিলল ঝুলন্ত দেহ


ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক এএসআই পদমর্যাদার পুলিশের রহস্যমৃত্যু। মৃতের পুলিশ আধিকারিকের নাম শুভেন্দু কুমার ঘোষ (৫৩)। বৃহস্পতিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মানসিক চাপ থেকে আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি এমনটাই দাবি পরিবারের।

Uttar 24 Parganas : বেহালার দুর্ঘটনা থেকে শিক্ষা! স্কুল পড়ুয়াদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের
ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক এএসআই পদমর্যাদার পুলিশের নিজের বাড়িতে আত্মঘাতী হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। পুলিশ কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি। গত একমাস আগে তাঁকে স্থানান্তরিত করে পুলিশ লাইনে পোস্টিং করা হয়েছিল। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন।

WB Panchayat Election 2023 : বোর্ড গঠনে বিলম্ব &amp#39;ডোন্ট কেয়ার&amp#39;! গাঁটের টাকা নিয়ে &amp#39;উন্নয়ন&amp#39; শুরু TMC পঞ্চায়েত সদস্যের
পুলিশের চাকরির এত চাপ তিনি সহ্য করতে পারছিলেন না এমনটাই জানালেন শুভেন্দু বাবুর ছেলে। ছেলে রুদ্রপ্রসাদ ঘোষের অভিযোগ, মানসিক চাপ সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই পুলিশ কর্মী। নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন তিনি বলে দাবি। ঘটনার খবর পেয়ে তাঁকে ব্যারাকপুরের ডাক্তার বি.এন.বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

Habra Hospital : জেলার বাসিন্দাদের সুখবর! হাবড়া হাসপাতালের বিরাট পরিবর্তন, সুবিধা পাবেন রোগীরা
তবে ঠিক কী কারণে তিনি এই কাণ্ড ঘটালেন তা তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। কর্মসূত্রে তাঁর মানসিক চাপ ছাড়াও আর কোনও সমস্যা ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে।

TMC Conflict Video : বোর্ড গঠনের মুখে তৃণমূল নেতাকে কোপ! ‘গোষ্ঠীদ্বন্দ্ব’?

কিছুদিন আগেই এক পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনা ঘটে হুগলি জেলায়। হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত টিলারি ক্যাম্পে এক পুলিশ আধিকারিকের মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃত পুলিশ আধিকারিকের নাম বুদ্ধ ভগত। পুলিশের ASI পদে কর্মরত ছিলেন তিনি৷ ওই পুলিশ আধিকারিকের মৃত্যুর খবর পেয়েই ছুটে আসেন গোঘাট থানার OC সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা৷ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। তাঁকে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসক৷ এরপর তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *