স্বাধীনতা দিবসের আগে কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ? জানুন ট্রাফিকের হালচাল


আজ, শুক্রবার Kolkata Traffic Update কী? রাস্তায় কোথাও যানজট রয়েছে কিনা, জেনে নিন কর্মস্থলে বেরোনোর আগেই। শহরের কোনও প্রান্তে কোনও বড় মিটিং মিছিল রয়েছে নাকি যান চলাচল স্বাভাবিক থাকবে, একনজরে আজকের ট্রাফিকের হালচাল।

Kolkata Flat Price : নথিতে জালিয়াতি, বিধাননগরে ফ্ল্যাট কেনা নিয়ে পুর-সতর্কবার্তা
কলকাতা ট্রাফিক কন্ট্রোল রুম সূত্রে খবর, আজকে বেলা ১২টা নাগাদ শিয়ালদা থেকে ধর্মতলা ওয়াই চ্যানেল পর্যন্ত একটি মিছিল রয়েছে। শিয়ালদা ফ্লাইওভার থেকে মৌলালি ক্রসিং হয়ে এস এন ব্যানার্জি রোড হয়ে এই মিছিল যাবে। এই মিছিলে দেড়শো থেকে দুশো জনের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। মিছিলের কারণে সংশ্লিষ্ট রাস্তায় ওই সময়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে এছাড়া আজ শহরে কোনও বড় সমাবেশের খবর নেই।

Kolkata Weather : শনিতেই ১৮০ ডিগ্রি পালটি বর্ষার, আমূল বদলাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া
কলকাতায় এমনিতে সকাল থেকে ট্রাফিকের গতি কিছুটা স্লো রয়েছে। বেলা বাড়লে ট্রাফিকের গতি বাড়বে বলেই মনে করা হচ্ছে। শহরে সকাল থেকে কোনও বড় দুর্ঘটনার খবর নেই। এছাড়া রাস্তায় যানজটের কোনও খবর নেই। সারাদিন ট্রাফিক চলাচল নিয়ন্ত্রনের জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্বাধীনতা দিবসের প্রাক্কালে বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, রেড রোড অনিবার্য কারণ বশত বন্ধ রাখা হয়েছে। স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে জন্যেই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

Kolkata Metro : এবার কমবে সময়ের ব্যবধান, মাত্র আড়াই মিনিট অন্তর মিলবে মেট্রো
অন্যদিকে, উত্তর কলকাতার দিকে নিউটাউন চিনার পার্কের কাছে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে। মেট্রোর কাজের জন্য ওই রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। সেক্ষেত্রে নিত্য যাত্রীদের কিছুটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এছাড়া শহরের সর্বত্র যান চলাচল স্বাভাবিক রয়েছে।
কলকাতা পুলিশের তরফে সাধারণ নাগরিকদের জন্য ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। সময় বিশেষে কলকাতা ট্রাফিক পুলিশের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বড় ট্রাফিক আপডেট জানিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়াও ট্রাফিক কন্ট্রোল +91 33 2448-4011 নম্বরে যোগাযোগ করে ট্রাফিক আপডেট জেনে নেওয়া যাবে।

Kolkata Traffic Video: বৃষ্টির জেরে যানজট? নজরে ট্রাফিকের হালচাল

রাস্তায় ট্রাফিক সিগন্যাল দেখে রাস্তা পারাপার, বাইক আরোহীদের হেলমেট পরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বেহালার ঘটনার পর রাস্তায় পণ্যবাহী গাড়ি চলাচল নিষেধাজ্ঞা রয়েছে সকাল ছয়টা থেকে। অন্যদিকে, শহর কলকাতায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কোথাও জলমগ্ন হয়ে যান চলাচল অবরুদ্ধ হওয়ার এখনও কোনও খবর নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *