JP Nadda News : পাখির চোখ ২০২৪! একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গ সফরে জেপি নাড্ডা – jp nadda bjp national president on two days bengal visit for preparation of loksabha election 2024


পঞ্চায়েত ভোট পর্ব শেষ। বিজেপির পাখির চোখ এবার ২০২৪-এর লোকসভা নির্বাচন। তৃণমূল-বিজেপি রাজনৈতিক তরজার মধ্যেই শুক্রবার রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। দু’দিনের সফরে রাজ্যে এসে একাধিক কর্মসূচিতে যোগ দেবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে কলকাতায় নামবে বিজেপি সভাপতির বিমান। এদিন শহরের একটি পাঁচতারা হোটেলে রাত্রিবাস করবেন তিনি। দু’দিনের সফরের পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে পূর্বাঞ্চলীয় পঞ্চায়েত রাজ সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থাকতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। এরপর বিজেপির জয়ী পঞ্চায়েত সদস্য, সাংসদ, বিধায়ক ও কোর কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

PM Narendra Modi : জবান পে লগাম দো! মোদীর সতর্কবার্তা সাংসদদের
লোকসভা নির্বাচনের আর খুব বেশিদিন বাকি নেই। সেই কথা মাথায় রেখেই ১২ অগাস্ট শনিবার, রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক করার কথা রয়েছে নাড্ডার। ১৩ অগাস্ট, রবিবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যেতে পারেন বিজেপির এই শীর্ষ নেতা। সেদিনই শহরের একটি পাঁচতারা হোটেলে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব, বিধায়ক ও সাংসদদের সঙ্গে পৃথক একটি বৈঠক করতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। ১৩ অগাস্ট পঞ্চায়েত রাজ সম্মেলনে যোগ দেওয়ার আগে ভোট হিংসায় বলি বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গেও দেখা করতে পারেন তিনি। রবিবার কোলাঘাটের সম্মেলন শেষে কলকাতা ফিরে দিল্লির বিমান ধরবেন নাড্ডা।

Mamata Banerjee : ২৪-এ ছক ইভিএম হ্যাকের? বিস্ফোরক অভিযোগ মমতার
লোকসভা নির্বাচনের আগে জেপি নাড্ডার এই বঙ্গ সফর নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাংলায় এসে ২০২৪ লোকসভা নির্বাচনে ৩৫ আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকে সেই লক্ষ্যে পৌঁছনোর রুটম্যাপ ঠিক করে দিতে পারেন নাড্ডা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন জেলায় সন্ত্রাস ও হিংসার ছবি দেখা গিয়েছে। রাজ্য ঘুরে গিয়েছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম। সন্ত্রাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলকে নিশানা করতে পারেন বিজেপি সভাপতি।

Lok Sabha Election 2024 : ২০২৪ লোকসভায় বড় ধাক্কা তৃণমূলের? জনমত সমীক্ষায় ‘গুরুতর’ ইঙ্গিত
যদিও নাড্ডার এই বঙ্গ সফরকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। শাসকদলের মুখপাত্র অরূপ চক্রবর্তী এ প্রসঙ্গে এই সয়ম ডিজিটালকে বলেন, ‘জেপি নাড্ডা রাজ্যে আসছেন ভালো কথা, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবে মণিপুরে যাবেন? সংসদে দাঁড়িয়ে বিরোধীদের উপস্থিতিতে মণিপুর নিয়ে তিনি একটিও কথা বলেননি। মণিপুর জ্বলছে, হরিয়ানায় মানুষ খুন করা হচ্ছে। সেদিকে কেন্দ্রীয় সরকার কবে নজর দেবে, সেটা আমরা জানতে চাই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *