JU Student Death Case : স্বপ্নদীপের রহস্যমৃত্যুর ঘটনায় নয়া মোড়! গ্রেফতার প্রাক্তনী সৌরভ চৌধুরী – jadavpur university former student sourav chowdhury arrest on student death case


অবশেষে গ্রেফতার করা হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে। বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে তাঁকে, এমনটাই জানিয়েছে পুলিশ। শুক্রবার রাতে যাদবপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর, শনিবার ধৃতকে আলিপুর আদালতে তোলা হবে। সৌরভকে জিজ্ঞাসাবাদ চলছিল আগের থেকেই।

পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই খুন-সহ আরও একটি ধারায় মামলা রুজু করা হয়েছে। মৃত ছাত্রের বাবা রামপ্রসাদ কুণ্ডুর অভিযোগের ভিত্তিতে সন্ধেয় ওই ছাত্রকে আটক করা হয়। অভিযুক্ত সৌরভ চৌধুরী অঙ্ক নিয়ে ২০২২ সালে পাশ করেন বলে জানা যায়।

JU Student Death Case: স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনা আটক যাদবপুরের এক প্রাক্তনী, বয়ানে একাধিক অসঙ্গতি
তারপরেও এই হস্টেলে গেস্ট হিসেবে থাকতেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মেস কমিটির সদস্য। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোণোর বাসিন্দা।পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ‘আমাদের প্রাথমিক তদন্তে জিজ্ঞাসাবাদের সময় ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে সৌরভের সরাসরি জড়িত থাকার কথা জানতে পেরেছি। তার অপরাধ স্বীকার করার পরে আমরা তাকে গ্রেফতার করেছি।’

Jadavpur University News: ‘ছেলেকে রড দিয়ে পিটিয়ে মারা হয়েছে’, স্বপ্নদীপের বাবার দাবিতে রুজু খুনের মামলা
স্বপ্নদীপের বাবা রামপ্রসাদ কুণ্ডু অভিযোগ করে বলেন, ‘সৌরভের কথাতে ছেলেকে ওই হোস্টেলে রাখা হয়। ওই অত্যাচার করেছে। ওঁরাই আমার ছেলেকে নীচে ফেলে মেরে দিয়েছে।’ জানা যায়, এফআইআর-এ সৌরভের নাম জানিয়েছিলেন মৃত স্বপ্নদীপ কুণ্ডুর বাবা রমাপ্রসাদ কুণ্ডু।

টানা জেরার পর শুক্রবার রাতে সৌরভ চৌধুরীকে গ্রেফতার করে যাদবপুর থানার পুলিশ। জানা গিয়েছে, প্রথমে হস্টেলে সুযোগ পায়নি স্বপ্নদীপ। সৌরভের সঙ্গে আলাপ হয় চায়ের দোকানে। যাদবপুরের প্রাক্তনী প্রথম বর্ষের পড়ুয়াকে জানান, হস্টেলে সুযোগ না পেলে গেস্ট হিসেবে থাকতে পারে সে। হস্টেলে এই নিয়ম চালু আছে।

Jadavpur University Student Death: ‘ফোনে বলেছিল অনেক কিছু বলার আছে…’, যাদবপুরে ছাত্রের রহস্যমৃত্যুতে র‌্যাগিংয়ের অভিযোগ পরিবারের
এজন্য ১০০০ টাকা দিতে হবে। ৩ আগস্ট সৌরভ আর স্বপ্নদীপের এই কথা হয়। ৪ আগস্ট থেকে হস্টেলে মনোতোষ নামে এক আবাসিকের রুমে থাকতে শুরু করে স্বপ্নদীপ। তারপরেই শুরু হয় সমস্যা। রমাপ্রসাদ কুণ্ডুর প্রশ্ন, যার আগে কোনওরকম কোনও ট্রমা ছিল না, সে কেন হস্টেলে থাকার পর ৩ দিনের মধ্যে বিচলিত হয়ে উঠল?

কী হয়েছিল স্বপ্নদীপের সঙ্গে? এখন এই প্রশ্নেরই উত্তর খুঁজে বেড়াচ্ছেন ছেলেকে চিরকালের জন্য হারানো বাবা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *