Kolkata Weather : শনিতেই ১৮০ ডিগ্রি পালটি বর্ষার, আমূল বদলাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া – south bengal including kolkata rainfall may increase from saturday


উত্তরবঙ্গে রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। শুধু তাই নয়, পার্বত্য এলাকায় রয়েছে ধস নামার সম্ভাবনাও। একইসঙ্গে বাড়তে পারে নদীর জলস্তরও। উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার জন্য বাড়বে অস্বস্তিও। কিন্তু, আপাতত ভারী বৃষ্টি পাবে না দক্ষিণবঙ্গ।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বৃষ্টির দরুন বৃহস্পতিবার শহর কলকাতার তাপমাত্রা একধাক্কায় কমে বেশ কিছুটা। শুক্রবার তিলোত্তমায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই মুখ ভার আকাশের। এদিন তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

Kolkata Weather Forecast : তুমুল দুর্যোগের পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনায় ৩ জেলায় কমলা সতর্কতা
শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম এবং গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বাধিক ৯৩ শতাংশ এবং সর্বনিম্ন ৮১ শতাংশ।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
শনিবার থেকে দক্ষিণবঙ্গে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার একাধিক জেলায় আকাশ থাকবে মেঘলা। দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত পাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব মেদিনীপুর।

Today Weather Kolkata: ঘূর্ণাবর্তের ‘দুরন্ত’ খেল! বুধে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি
শনিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়তে পারে। এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা অমৃতসর নাজিবাবাদ হার্দোই দ্বারভাঙ্গা থেকে জলপাইগুড়ির উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে মিজোরাম পর্যন্ত বিস্তৃত। উত্তর-পূর্ব উত্তরপ্রদেশ ও উত্তর-পশ্চিম বিহার সংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। তা অবস্থান করছে রাজস্থানে। এর সরাসরি কোনও প্রভাব পড়বে না বাংলায়।

Weather Forecast in Kolkata : এল নিনোর চোখ রাঙানি উড়িয়ে বর্ষার ‘অ্যাকশন’, দক্ষিণবঙ্গের ৭ জেলায় তুমুল বৃষ্টি
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
একদিকে যখন দক্ষিণবঙ্গে বৃষ্টির খামতি রয়েছে সেই সময় উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। এই পাঁচ জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা।

এছাড়াও শনিবার অতি ভারী বৃষ্টি হতে পারে এই পাঁচ জেলাতেই। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। এদিকে আগামী কয়েকদিন উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, হরিয়ানা, পঞ্জাবেও হতে পারে ভারী বৃষ্টি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *