Kunal Ghosh : ‘নির্দেশ তাই চাপ কমাচ্ছি…ভুল বুঝবেন না’, কুণালের ফেসবুক পোস্ট ঘিরে কৌতুহল – kunal ghosh trinamool congress leader says about his physical illness on facebook


তিনি তৃণমূলের ‘হেভিওয়েট’ মুখপাত্র। দলের রাজ্য সাধারণ সম্পাদকও বটে। তাঁর উপর মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘আস্থা’ বারবার প্রতিফলিত হয়েছে। সম্প্রতি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে তাঁর করা মন্তব্য নিয়ে তৈরি হয় তীব্র বিতর্ক। তিনি তৃণমূল নেতা কুণাল ঘোষ। শনিবার কুণালের একটি ফেসবুক পোস্ট নিয়ে ফের সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চা শুরু হয়েছে।


শনিবার তৃণমূল মুখপাত্র ফেসবুকে লেখেন, ‘শরীর আগের থেকে ভালো। তবে পুরো ঠিকঠাক নই। ভেস্টিবিউলার মাইগ্রেন। চিকিৎসকদের নির্দেশ, চাপ কমাচ্ছি। উত্তেজক পরিস্থিতি এড়ানোর চেষ্টা করছি। সব কর্মসূচিতে যাচ্ছি না। ফোনে কথা কমাতে বাধ্য হয়েছি। সফর কমিয়েছি। আপাতত কিছুদিন এভাবেই চলবে, সঙ্গে ওষুধ চলবে।’

Buddhadeb Bhattacharya Update : ‘সুস্থ শরীরে বাড়ি ফিরুন কিন্তু…’, ফের বুদ্ধদেব ভট্টাচার্যকে খোঁচা কুণালের
কুণাল আরও লেখেন, ‘ভুল বুঝবেন না। অসুস্থতার মধ্যেও যতটা সম্ভব চাকরি, কাগজ, লেখা, দল, রাজনীতি, সামাজিক কাজ চলছে। তবে আপাতত সব আমন্ত্রণে সাড়া দেওয়া সম্ভব নয়। আমি ক্ষমাপ্রার্থী। একটু সামলেই পুরোদমে কাজ করব।’ এদিন কুণালের ফেসবুক পোস্টে নেটিজেনরা একদিকে যেমন তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন, অন্যদিকে কেউ কেউ পুরনো ও দলের প্রসঙ্গ টেনে তাঁকে খোঁচা দিতেও ছাড়েননি। শারীরিক অবস্থার কথা জানতে এই সময় ডিজিটালের তরফে যোগাযোগের চেষ্টা হলেও ফোন ধরেননি কুণাল।

Madan Mitra : আটজনের মধ্যে রাজ্যের কোন কোন মুখ্যমন্ত্রী সৎ? কী বললেন মদন মিত্র
বেশ কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছে না তৃণমূল নেতার। পঞ্চায়েত ভোটে জোরকদমে প্রচারের পর ফলপ্রকাশ হতেই অসুস্থ হয়ে পড়েন কুণাল। পরিস্থিতি এমনই হয়, যে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়। অসুস্থতার কথা জানিয়ে সেবারও কুণাল ফেসবুকে লিখেছিলেন, ‘ভার্টিগোর প্রবল সমস্যা সঙ্গে মাথাঘোরা ও বমি। ওষুধে কোনওরকম কাজ হচ্ছিল না, সেই কারণ ইঞ্জেকশন দিয়ে ঘুমোতে হল। হাসপাতালে ভর্তি হয়েছি, পরীক্ষা চলছে। চার-পাঁচদিন সকলের সঙ্গে যোগাযোগের বাইরে থাকতে হবে। শরীর সাড়া দিচ্ছে না।’

Buddhadeb Bhattacharya News: খুশির খবর! আজই বন্ধ হচ্ছে অ্যান্টিবায়োটিক, কবে বাড়ি ফিরবেন বুদ্ধদেব?
প্রসঙ্গত, সম্প্রতি সিওপিডির সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করে তাঁকে খোঁচা দিতে ছাড়েননি কুণাল। ফেসবুক পোস্টে কুণাল বলেন, ‘বুদ্ধবাবুর শারীরিক সুস্থতা কামনা করি। কিন্তু ওঁকে মহামানব বানানোর চেষ্টা করবেন না।’ এই নিয়ে বিতর্ক দেখা দেয়। বিভিন্ন মহল থেকে কুণালকে নিশানা করা হয়। সাফাই দিয়ে ফের একটি ফেসবুক পোস্ট করে কুণাল লেখেন, ‘আমি বুদ্ধবাবুর স্নেহ পেয়েছে। আমাকে বুদ্ধদেব ভট্টাচার্যকে চেনানোর প্রয়োজন নেই। আমি তাঁর সময় সিপিএম ও বামফ্রন্ট সরকারের অপশাসনের কথা বলেছি।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *