এদিন বোর্ড গঠনের সময় BJP-র প্রধান পদের দাবিদার বাদল বর্মন হাজির হননি। আর এক BJP নেতার অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বাদল বর্মনকে আটক রেখেছেন। এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। BJP নেতা জীবন বর্মন অভিযোগ করে বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী BJP-র পঞ্চায়েত সদস্য বাদল বর্মনকে আটক করে রেখেছেন।
তাঁকে ধিক্কার জানাই। মন্ত্রী ওনাকে প্রধান হতে দেবেন না বলেই তাঁকে আটকে রেখেছেন। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে’। জানা গিয়েছে, দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতে ২২ টি আসনের মধ্যে ১৫ টি আসনে BJP ও ৭ টি আসনে তৃণমূল জয়ী হয়। গ্রাম পঞ্চায়েতের দখল নেয় BJP। কিন্তু প্রধান পদে একাধিক দাবিদার থাকায় কোন্দল দেখা দেয়। এদিন বোর্ড গঠনের আগে দেখা যায় প্রধান পদের অন্যতম দাবিদার বাদল বর্মন সহ BJP-র একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য গরহাজির রয়েছেন।
এরপরই উত্তেজনা ছড়ায়। BJP র কর্মী সমর্থকেরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভাঙচুর চালান। BJP নেতা জীবন বর্মন আরও বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তাঁর নিজের ঘনিষ্ঠকে প্রধান করার জন্য বাদল বর্মনকে নিজের বাড়িতে আটকে রেখেছেন।
বাদলবাবু মুক্তি পেয়ে এখানে না এলে আমরা বোর্ড গঠন করতে দেব না’। যদিও BJP-র জেলা সম্পাদক জয়দীপ ঘোষ বলেন, ‘কোথাও কোনও কোন্দল নেই। তৃণমূলের লোকেরা অশান্তির সৃষ্টি করছে। ওরা কিছুতেই আমাদের বোর্ড গঠন করতে দিতে চায় না।
যখন কোনওভাবেই আমাদের আটকাতে পারছে না, তখন মিথ্যে প্রচার করছে’। যদিও স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘BJP নিজেরাই বোর্ড গঠন করতে পারছে না দ্বন্দ্বের কারণে। এখানে তৃণমূল কি করবে! ওরা বোর্ড গঠন করলে মানুষ কি পরিষেবা পেতে চলেছেন, তা সবার দেখা দরকার’।