Nisith Pramanik : খোদ BJP প্রার্থীকে অপহরণ! বিস্ফোরক অভিযোগ নিশীথের বিরুদ্ধে – union minister nisith pramanik accused of detaining a bjp panchayat member


এবার দলেরই এক নেতা বিস্ফোরক অভিযোগ তুললেন BJP সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক BJP-র এক পঞ্চায়েত সদস্যকে আটকে রেখেছেন, এই অভিযোগ ঘিরে উত্তেজনা দেখা দিল। এদিন দিনহাটার মাতালহাটে গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন ছিল। আর এদিনই BJP-র পঞ্চায়েত সদস্য বাদল বর্মনকে আটকে রাখা হয়েছে, এমন অভিযোগ তোলা হয়েছে। গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও ঘটে। ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী। জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েত BJP দখল করে। কিন্তু প্রধান নির্বাচনের সময় BJP-র একাধিক দাবিদার থাকায় কোন্দল দেখা দেয়।

Cooch Behar News : BDO অফিসের গাড়িতে হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে, তুমুল উত্তেজনা তুফানগঞ্জে
এদিন বোর্ড গঠনের সময় BJP-র প্রধান পদের দাবিদার বাদল বর্মন হাজির হননি। আর এক BJP নেতার অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বাদল বর্মনকে আটক রেখেছেন। এই অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। BJP নেতা জীবন বর্মন অভিযোগ করে বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী BJP-র পঞ্চায়েত সদস্য বাদল বর্মনকে আটক করে রেখেছেন।

তাঁকে ধিক্কার জানাই। মন্ত্রী ওনাকে প্রধান হতে দেবেন না বলেই তাঁকে আটকে রেখেছেন। অবিলম্বে তাঁকে মুক্তি দিতে হবে’। জানা গিয়েছে, দিনহাটার মাতালহাট গ্রাম পঞ্চায়েতে ২২ টি আসনের মধ্যে ১৫ টি আসনে BJP ও ৭ টি আসনে তৃণমূল জয়ী হয়। গ্রাম পঞ্চায়েতের দখল নেয় BJP। কিন্তু প্রধান পদে একাধিক দাবিদার থাকায় কোন্দল দেখা দেয়। এদিন বোর্ড গঠনের আগে দেখা যায় প্রধান পদের অন্যতম দাবিদার বাদল বর্মন সহ BJP-র একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য গরহাজির রয়েছেন।

Panchayat Board Formation 2023: ব্যালট খেয়েছিলেন মহাদেব, এবার আস্ত সার্টিফিকেট গেল তৃণমূলের সোনা-এর পেটে
এরপরই উত্তেজনা ছড়ায়। BJP র কর্মী সমর্থকেরা গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ভাঙচুর চালান। BJP নেতা জীবন বর্মন আরও বলেন, ‘কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক তাঁর নিজের ঘনিষ্ঠকে প্রধান করার জন্য বাদল বর্মনকে নিজের বাড়িতে আটকে রেখেছেন।

WB Panchayat Board : বোর্ড গঠন ঘিরে উত্তেজনা ছড়াল রায়গঞ্জে, পঞ্চায়েতের কার্যালয় ঘেরাও গ্রামবাসীদের
বাদলবাবু মুক্তি পেয়ে এখানে না এলে আমরা বোর্ড গঠন করতে দেব না’। যদিও BJP-র জেলা সম্পাদক জয়দীপ ঘোষ বলেন, ‘কোথাও কোনও কোন্দল নেই। তৃণমূলের লোকেরা অশান্তির সৃষ্টি করছে। ওরা কিছুতেই আমাদের বোর্ড গঠন করতে দিতে চায় না।

Cooch Behar News : বোর্ড গঠনকে ঘিরে তৃণমূল-BJP কর্মীদের সংঘর্ষ, তুমুল উত্তেজনা দিনহাটায়
যখন কোনওভাবেই আমাদের আটকাতে পারছে না, তখন মিথ্যে প্রচার করছে’। যদিও স্থানীয় এক তৃণমূল নেতা বলেছেন, ‘BJP নিজেরাই বোর্ড গঠন করতে পারছে না দ্বন্দ্বের কারণে। এখানে তৃণমূল কি করবে! ওরা বোর্ড গঠন করলে মানুষ কি পরিষেবা পেতে চলেছেন, তা সবার দেখা দরকার’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *