West Bengal Panchayat : TMC-র প্রার্থীকে হারাতে BJP-র সমর্থন! নন্দীগ্রামে ‘ভানুমতির খেল’ সুফিয়ানের জামাইয়ের – trinamool congress formed board with the help of bjp members in nandigram panchayat


পঞ্চায়েতের বোর্ড গঠন পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে ধরা পড়ল চমকে দেওয়া মতো ছবি। দলের মনোনীত প্রধান পদপ্রার্থীর বিরুদ্ধে গিয়ে বিজেপির সমর্থন নিয়ে নন্দীগ্রাম ২ ব্লকের মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়ল তৃণমূলের একাংশ! প্রধান হিসেবে নির্বাচিত হলেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের জামাই শেখ হাবিবুল ওরফে নান্টু। এই ঘটনার কথা জানাজানি হতেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উপপ্রধান নির্বাচনে অবশ্য লড়াই হয় বিজেপি- তৃণমূলের মধ্যে। ফলাফল ড্র হলে টস করা হয়। তাতে জয়ী হন তৃণমূল সদস্যা সুপর্ণা পড়ুয়া।

Panchayat Board : ফের ‘বিক্ষুব্ধ কাঁটা’! নদিয়ায় যৌথভাবে বোর্ড গড়ল তৃণমূল-সিপিএম-বিজেপি
নন্দীগ্রাম ২ ব্লকের অন্তর্গত মহম্মদপুর গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে মোট আসনের সংখ্যা ১৮। ফলপ্রকাশের পর ১২টি আসনে জিতে একক সংখ্যা গরিষ্ঠতা পায় তৃণমূল। বিজেপি পেয়েছিল ৬ টি আসন। কিন্তু বৃহস্পতিবার বোর্ড গঠনের সময় বদলে যায় চিত্রটা।

তৃণমূলের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষিত প্রধান পদপ্রার্থীকে ‘না পসন্দ’ ঘোষণা করেন জয়ী ৬ বিজেপি প্রার্থী। ভোটাভুটির সময় তৃণমূলের বিরুদ্ধ গোষ্ঠীকে সমর্থন করে বসে বিজেপি-র ৬ প্রার্থী। তাতেই জয়ী হন সুফিয়ানের জামাই হাবিবুল। নন্দীগ্রামের মতো জায়গায় বিজেপির সমর্থন নিয়ে তৃণমূলের বোর্ড গঠনের ঘটনা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। আবার সেই পঞ্চায়েতের প্রধান কিনা শেখ সুফিয়ানের জামাই! নন্দীগ্রামে এ কোন সমীকরণ তৈরি হল, এ নিয়ে তুঙ্গে বিতর্ক।

West Bengal Panchayat Election : একজোট বাম-বিজেপি-কংগ্রেস! বেশি আসনে জিতেও পঞ্চায়েত হাতছাড়া TMC-র
এ প্রসঙ্গে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান ফোনে এই সময় ডিজিটালকে বলেন, ‘সম্পূর্ণ মিথ্যে কথা প্রচার করা হচ্ছে। আমার জামাই তৃণমূলের সমর্থন নিয়েই প্রধান হয়েছে। বিজেপি তাঁকে কেন ভোট দিল সেটা তো আমি বলতে পারব না। তবে আমাকে রাজনৈতিকভাবে কলুষিত করার জন্যই এই ধরনের মিথ্যে কথা ছড়িয়ে দেওয়া হয়েছে বলে আমার বিশ্বাস।’ প্রসঙ্গত, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে অন্তর্ঘাতের অভিযোগ করেছিল তৃণমূলেরই একাংশ। এই ঘটনার পর সেই অভিযোগ আরও জোরাল হল বলেই মনে করা হচ্ছে।

West Bengal Panchayat : ১৯ লাখে ‘ডিল’, TMC-র সমর্থনে পঞ্চায়েত বোর্ড গঠন BJP-র! শুভেন্দুর জেলায় হইচই
উল্লেখ্য, মহম্মদপুরের মতো আরও একাধিক পঞ্চায়েতে রয়েছে যেখানে দলীয় নির্দেশকে অমান্য করা হয়েছে। বিজেপি বিরোধী বোর্ড গঠনে বার্তা দেওয়া হয়েছিল দলের তরফে। তবে অভিযোগ, স্থানীয় নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা সেই নির্দেশ অমান্য করেছে। সংশ্লিষ্ট পঞ্চায়েত গুলির তৃণমূল সদস্যদের বিষয়ে রিপোর্ট তৈরি করা হয়েছে এবং তা দলের রাজ্য নেতৃত্বের কাছে পাঠানো হবে বলে জানিয়েছেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ও বিধায়ক সৌমেন মহাপাত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *