জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৭ জানুয়ারি ২০১৯ সাল, আই-লিগ (I-League)। ১২ অগস্ট ২০২৩, ডুরান্ড কাপ (Durand Cup 2023)। দু’টি তারিখের মধ্যে প্রায় সাড়ে চার বছরের ফারাক। ১৬৬৬ দিন পর ফের ইস্টবেঙ্গল ((East Bengal) ডার্বি জিতল। বিগত শেষ আটটি ডার্বি ম্যাচেই ইস্টবেঙ্গল হেরেছে মোহনবাগানের কাছে। যা যে কোনও লাল-হলুদ সমর্থকের বুকে পেরেকের মতো বিঁধছে। আজ লাল-হলুদ সমর্থকদের শান্তিতে ঘুমানোর রাত! শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল-হলুদ ১-০ গোলে হারাল সবুজ-মেরুনকে (Mohun Bagan Super Giant vs East Bengal)। ম্যাচের একমাত্র স্কোরার নন্দকুমার সেকর (Nandhakumar Sekar)। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ছিলেন নন্দকুমার। দুই কোচ কার্লেস কুয়াদ্রাত (Carles Cuadrat) ও জুয়ান ফেরান্দো (Juan Ferando)। জানুন কী বললেন তাঁরা।
আরও পড়ুন-ডার্বির রং লাল-হলুদ, কথা রাখলেন কুয়াদ্রাত, বৃষ্টিতেও জ্বলল আবেগের মশাল
কুয়াদ্রাত: ‘দল এবং সমর্থকদের জন্য সত্যিই আজ আমি খুশি। দল হিসেবে খেলেছি আমরা। মোহনবাগান অনেক বড় টিম। ওদের স্টার ফুটবলাররা আছে, তবে আমরা আজ ভালো ফুটবল খেলেছি। একেবারে দলীয় প্রচেষ্টায় এই জয় এসেছে বলব। আমাদের পরের টার্গেট ডুরান্ডে পরবর্তী রাউন্ডে যাওয়া। আমাদের পঞ্জাব এফসিকে হারিয়েই পরের রাউন্ডে যেতে হবে।’
নন্দকুমার: ‘আজ আমি গোল করতে পেরে খুবই খুশি। জানেন, আমি যখন ওড়িশার হয়ে খেলতাম তখন ডার্বি দেখতাম টিভিতে। একেবারে ভরা স্টেডিয়াম থাকত দেখতাম। আজও এরকম ভরা স্টেডিয়ামে খেললাম আমি। আর আমাকে খাবরা ভাই কী বলছিল, তা ঠিক করে শুনতে পাচ্ছিলাম না। খুব আওয়াজ হচ্ছিল মাঠে। পরের ম্য়াচেও আমরা ভালো করব।’
ফেরান্দো: ‘অন্যন্ত হতাশাজনক এই ফল। আগেও বলেছি যে, আমরা তিনটি টুর্নামেন্ট খেলছি একসঙ্গে। সকল ফুটবলার প্রাক মরসুম সারছে। আমরা রোজই অনুশীলন করছি। আমাদের প্রধান ফোকাস এএফসি কাপ ও কলকাতা লিগের পরের ম্যাচ। ইস্টবেঙ্গল আজ ভালো খেলেছে। তবে আমরা অতীত ভুলে সামনের দিকে তাকাতে চাই।’
আগামী ১৬ অগস্ট কিশোর ভারতীতে ইস্টবেঙ্গল খেলবে পঞ্জাবের বিরুদ্ধে। আর এই ম্যাচ জিতলেই ইস্টবেঙ্গল চলে যাবে পরের রাউন্ডে। অন্যদিকে ঠিক এই তারিখেই মোহনবাগান যুবভারতীতেই, এএফসি কাপের অভিযান শুরু করবে মোহনবাগান। দক্ষিণাঞ্চল পর্বের প্রথম রাউন্ডের ম্যাচে ফেরান্দোর টিম খেলবে নেপালের মাচিন্দ্রা এফসি-র বিরুদ্ধে।