এদিন প্রধানের দায়িত্ব নেওয়ার পরই পূজা মাল বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই। এখন এটা মানুষের পঞ্চায়েত। মানুষের জন্য কাজ করব সবাই’। তিনি আরও বলেন, ‘মানুষ তৃণমূলকে একেবারেই পছন্দ করেন না। সেই কারণে ভোটও দেন না। তৃণমূল যে কটি আসন পেয়েছে, সব ছাপ্পা ভোট আর সন্ত্রাস করে পেয়েছে। তাই যদি ওদের বোর্ড গঠন করতে দেওয়া হত, তাহলে সেটা ভয়ঙ্কর হত। সেই কারণেই নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গঠন করেছি আমরা’।
নিজেকে প্রাক্তন তৃণমূল কর্মী দাবি করে সদ্য নির্বাচিত উপ প্রধান সুধাংশু লায়েক বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই। তাই বামেদের সঙ্গে বোর্ড গঠনে অংশ নিলাম। তৃণমূল আমাকে টাকা দিয়ে কিনতে চেয়েছিল। কিন্তু আমি মাথা নামাইনি। আমি যে আদর্শ নিয়ে তৃণমূল করতাম, সেই তৃণমূল আর নেই। সেই কারণেই দল ছেড়ে দিয়েছি’। এদিকে স্থানীয় এক তৃণমূল নেতা এই বিষয়ে বলেছেন, ‘গোটা বিষয়টি আমরা শুনেছি। সুধাংশু লায়েকের বিরুদ্ধে দল বিরোধী কাজের জন্য ব্যবস্থা নেওয়া হবে’।
এদিকে, রাজ্যের মন্ত্রীর হাত ধরে BJP-র দুই জয়ী সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ফলে ত্রিশঙ্কু পঞ্চায়েতের বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়ার খাতড়া ব্লকের দহলা পঞ্চায়েত ত্রিশঙ্কু অবস্থায় পড়ে ছিল। আটজন সদস্যদের নিয়ে লটারির মাধ্যমে বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা হতেই দেখা যায় বাঁকুড়ার খাতড়া ব্লকের দহলা গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়ে পড়েছে। কোনও দলই বোর্ড গঠনের অবস্থায় ছিল না। এখানে ১৮ আসনের পঞ্চায়েত।