Dakshin 24 Pargana News : পুরনো শত্রুতার জেরে গলার নলি কেটে জোড়া খুন, বজবজে গ্রেফতার তৃণমূলের বুথ সভাপতি – dual murder at budge budge south 24 parganas and tmc leader arrested


পুরনো শত্রুতার জোড়া খুনের অভিযোগ। ঘটনাটি ঘটেছে এলাকায় বজবজ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শীতলা সংঘ ক্লাবের সংলগ্ন এলাকায়। নিহতদের নাম মাধব পুরকাইত ও গণেশ নস্কর। পরিবারের লোকজন ও স্থানীয়দের অভিযোগ, ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল বুথ সভাপতি অসীম বৈদ্য এবং তাঁর অনুগামীরা এই খুনের সঙ্গে যুক্ত। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মাধব পুরকাইত ও গণেশ নস্কর দু’জনেই বজবজ ১ নম্বর ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। অভিযোগ, বাড়ি থেকে বেশ কিছুটা দূরে শীতলা সংঘ ক্লাবের কাছে তাঁদেরকে মারধর করে গলার নলি কেটে খুন করা হয়। পরিবারের সদস্যদের দাবি, মাধব পুরকাইত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তাঁর স্ত্রী। মাধব বাড়ি নেই শুনে তাঁর ভাইও খোঁজ শুরু করেন। অভিযোগ, মাধবের ভাই রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পান, ক্লাবের কাছে অসীম বৈদ্য-সহ বেশকিছু যুবক হাতে ধারাল অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এরপরই মাধবের ভাইকে তাড়া করে অভিযুক্ত যুবকরা। কোনওরকমে সেখান থেকে পালিয়ে বজবজ থানায় ফোন করেন তাঁর ভাই। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

Punjab Crime : মেয়েকে খুনের পর দেহ বাইকে বেঁধে নিয়ে গেল বাবা, হাড়হিম করা ঘটনা পঞ্জাবে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাধব ও গণেশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। দু’জনকে উদ্ধার করে খড়িবেরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পরিবারের লোকজন-সহ স্থানীয়দের অভিযোগ ৭ নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি অসীম বৈদ্য এবং তার অনুগামীরা ওই দুজনকে খুন করেছে। পুরনো শত্রুতার জেরেই এই খুন বলে দাবি পরিবারের লোকজনের।

Berhampore Murshidabad News : ‘পুলিশের হাত ছড়িয়ে’ নদীতে ঝাঁপ যুবকের-পরে উদ্ধার দেহ! বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল বহরমপুর
স্থানীয় সূত্রে খবর, অসীম বৈদ্যর সঙ্গে আগে জমি কেনা বেচার কাজ করত মাধব পুরকাইত। দল ছেড়ে বেরিয়ে আসাতেই তৈরি হয় আক্রোশ। আরও জানা যায়, এর আগেও তাঁকে খুনের হুমকি দেওয়া হয়েছিল। ঘটনাস্থলে পুলিশকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ইতিমধ্যেই দেহ পাঠিয়ে দেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। এই ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে বজবজ থানার পুলিশ। ঘটনার পর থেকে পলাতক ছিল অসীম বৈদ্য। শনিবার সকালে তাকে গ্রেফতার করেছে পুলিশ। কী কারনে খুন, তা তদন্ত শুরু করে দেখছেন পুলিশ আধিকারিকরা। এদিকে এই ঘটনায় শোকে পাথর নিহতদের পরিবারের লোকজনেরা। ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন নিহতদের পরিজন ও পাড়া প্রতিবেশীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *