Durgapur News: রোজ রোজ দেরিতে আসে ট্রেন! রাগে পাণ্ডবেশ্বর রেল লাইনে বিক্ষোভ যাত্রীদের – train passengers shown agitation at station as train is being late everyday


টাইম মেনে ট্রেন না চলাই যেন রুটিন। রোজ রোজ রুটের ট্রেনের দেরি। কর্মক্ষেত্রে বাড়ি ফেরার পথে রোজ এমন হয়রানি। এবার ধৈর্যের বাঁধ ভাঙল যাত্রীদের। রোজ রোজ এমন হয়রানির মুখে পড়ে এবার ব্যাপক বিক্ষোভের মুখে রেল। ট্রেন লেটের প্রতিবাদে লাইনে নেমে বিক্ষোভে যাত্রীরা। এর জেরে ঘণ্টাখানেকের বেশি ব্যাহত ট্রেন চলাচল। শুক্রবার সন্ধ্যায় যাত্রী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল পাণ্ডবেশ্বর।

জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় অণ্ডাল – সাঁইথিয়া সেভেন আপ ট্রেনটি দেরিতে আসায় বিক্ষোভে ফেটে পড়েন ট্রেন যাত্রীরা। যাত্রীদের অভিযোগ দীর্ঘদিন ধরে অন্ডাল- সাঁইথিয়া সেভেন এই আপ ট্রেনটি সঠিক সময়ে আসে না। এর ফলে হয়রানির শিকার হতে হয় রেল যাত্রীদের। এই ট্রেনটি দেরিতে আসার কারণে অনেককে লিঙ্ক ট্রেন মিস করতে হয় যাত্রীদের বলে অভিযোগ । এক ট্রেন দেরি করায় পরের লিঙ্ক ট্রেন না পেয়ে বাড়ি যেতে হয়রানির মুখে পড়েন যাত্রীরা। রোজকার এই দুর্ভোগেই ধৈর্যের বাঁধ ভাঙে যাত্রীদের।
Indian Railways: করমণ্ডলের আতঙ্ক ফিরল রামপুরহাটে! সিগন্যাল ছেড়ে বেরিয়ে গিয়েও পিছিয়ে এল হাওড়া জয়নগর এক্সপ্রেস

শুক্রবার সন্ধ্যায় ঠিক একইভাবে ট্রেনটি দেরিতে এলে বিক্ষোভে ফেটে পড়ে যাত্রীরা। প্রায় এক ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় অন্ডাল সাঁইথিয়া সেভেন আপ ট্রেনটিকে । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেলের আধিকারিকরা । রেল আধিকারিকদের বিক্ষোভ দেখাতে থাকে যাত্রীরা । দীর্ঘ এক ঘণ্টা পর রেল আধিকারিকদের আশ্বাসে বিক্ষোভ তুলে নেয় যাত্রীরা। এ বিষয়ে পাণ্ডবেশ্বর রেল স্টেশন ম্যানেজার মনোজ কুমার সিং জানান, প্রাকৃতিক দুর্যোগের কারণের একটা ট্রেন দেরিতে চলছিল, সেই সময় স্টেশনে ময়ূরাক্ষী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন ঢুকলে তাকে পাস করাতেই এই ঘটনা। তিনি জানান, রেলের আধিকারিকরা রেল যাত্রীদের আশ্বাস দিয়েছেন, যে আগামী দিনে এই ধরণের ঘটনা ঘটবে না। এই আশ্বাস পাওয়ার পর রেল যাত্রীরা অবরোধ তুলে নেয়।
Krishnanagar City Junction : হনুমান লাফিয়ে পড়ায় ছিঁড়ল ওভারহেড তার! কৃষ্ণনগর শাখায় রেল যোগাযোগ ব্যাহত, ভোগান্তি যাত্রীদের

তবে দেরি করার এই ব্যাধি শুধু পাণ্ডবেশ্বরের নয়, অন্যান্য শাখাতেও এই দেরির ফলে ক্ষোভ প্রায়শই দেখা যায়। সম্প্রতি রামরাজাতলা স্টেশনেও বিক্ষোভ দেখা যায়। হাওড়া-খড়গপুর শাখায় আপ ও ডাউনের ট্রেন চলাচল বন্ধ করে রেললাইনে বিক্ষোভে নামেন যাত্রীরা। বিশেষ করে হাওড়া আমতা লোকাল দেরি করে বলে অভিযোগ যাত্রীদের। এই বিক্ষোভের জেরে হাওড়া পাঁশকুড়া লোকাল, হাওড়া মেচেদা লোকাল, হাওড়া মেদিনীপুর লোকাল এবং হাওড়া আমতা লোকাল আটকে পড়ে। আটকে যায় হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *