Hooghly News: বিবাহ বহিভূর্ত সম্পর্কের জের? যুবকের অস্বাভাবিক মৃত্যুতে আটক ‘প্রেমিকা’র পরিবার – family of three and alleged girlfriend detained after a person mystery death


Extra Marital Affair Case: যুবকের অস্বাভাবিক মৃত্যু! বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে চুঁচুড়ার পাংখাটুলি এলাকায়। এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য।

জানা গিয়েছে, মৃতের নাম শেখ হায়দার(৩৩)। অভিযুক্ত দম্পতি অরূপ দাস, রেখা দাস ও তাদের ছেলে অজয় দাসকে আটক করেছে পুলিশ। মৃতের স্ত্রী হালিমা বিবি জানান, বছরের তিনেক ধরে তার স্বামী হায়দারের সঙ্গে সম্পর্ক ছিল রেখা দাসের। রেখার স্বামী অরূপ ডাম্পার চালায়। হায়দার রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করত। হায়দারের সঙ্গে প্রতিবেশী বধূর সঙ্গে রেখার সম্পর্ক ছিল। প্রায় ২৫ দিন তারা দুজনে একসঙ্গে অন্যত্র গিয়েও ছিলেন বলে অভিযোগ করেন মৃতের স্ত্রী।
Husband Wife Relation:৩ দিন নিখোঁজ থাকার পর উদ্ধার স্বামীর দেহ, খুনের অভিযোগ স্ত্রীয়ের বিরুদ্ধে

স্থানীয় সূত্রে খবর, দিন দুয়েক আগে রেখা তার স্বামীকে ফোন করে জানায়, যে তারা ব্যারাকপুরে আছে। ঠিকানা দেওয়ায় সেখান থেকে রেখাকে নিয়ে আসে অরূপ। এদিকে দীর্ঘদিন হায়দারের খোঁজ না মেলায় চুঁচুড়া থানায় রিপোর্ট করে তাঁর পরিবার। আজ সকালে রেখার বাড়ির পিছনে থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় হায়দারের । এরপরেই উত্তেজনায় ছড়ায় ছড়ায় এলাকায়। অভিযুক্তদের বাড়িতে চড়াও হয় এলাকার বাসিন্দারা। ভাঙচুর চালানো হয় গোটা বাড়িতে।
Pakistan Connection: অঞ্জুর প্রতিফলন এরাজ্যে, দাঁইহাটের সুন্দরী পাকিস্তান যোগে গোয়েন্দা নজরে

উত্তেজনা মাত্রা ছাড়াতেই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতের পরিবারের অভিযোগ, হায়দারকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হত। তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করে অরূপ দাসের দাবি, তাঁর স্ত্রীর সম্পর্কের কথা জানার পর মেলামেশা করতে বারণ করতেন। এমন কী সম্পর্ক থেকে সরে আসার কথা বলেছিলেন। কিন্তু কী করে মৃত্যু তা তার জানা নেই। হায়দার শেখের মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রেখা সহ তাঁর পরিবারকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Berhampore Murshidabad News : ‘পুলিশের হাত ছড়িয়ে’ নদীতে ঝাঁপ যুবকের-পরে উদ্ধার দেহ! বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল বহরমপুর

স্থানীয়দের অভিযোগ, রেখা ও হায়দারের মধ্যে হয় কোনও সমস্যা হয়েছিল, যার জেরে স্বামী অরূপ দাসকে ফোন করে তাঁকে ফিরিয়ে নিয়ে যেতে বলে। অথবা অরূপ দাস খবর পেয়ে জোর করেই রেখাকে নিয়ে আসে। তারপর হায়দারের সঙ্গে হয়ত এমন ঘটনা ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। হাতের লেখা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। তবুও বিষয়টি খতিয়ে দেখছে তারা। আত্মহত্যা করলে তাতে কারও প্ররোচনা ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *