এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথম বর্ষের ওই পড়ুয়া জানিয়েছেন, যাদবপুরের হস্টেলে চলত নিদারুণ র্যাগিং। নাম প্রকাশে অনিচ্ছুক ওই পড়ুয়া জানিয়েছেন, ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমস্ত হস্টেলের জন্য একটি বড় অঙ্কের টাকা বরাদ্দ আসে। সেই বরাদ্দ কোন কোন খাতে খরচ করা হবে সেই নিয়ে যাদবপুর মেন হস্টেলে সে রাতে বসেছিল একটি বৈঠক। তাতে অনেক আবাসিক পড়ুয়ারা উপস্থিত ছিলেন।
প্রথম বর্ষের ওই পড়ুয়ার কথায়, ‘আমরা ফার্স্ট ইয়ারের বলে আমাদের বৈঠকে ডাকা হয়নি। সেজন্য ঘুরছিলাম হস্টেলের করিডরে। সেসময় হঠাৎ একটা শব্দ উপর তলা থেকে ভেসে আসে- ‘আরে ঝাঁপ দিয়ে দিল যে।’ এর সঙ্গে সঙ্গেই হস্টেলের ডান দিক থেকে একটা ভারী কিছু পড়ার শব্দ আসে। সেদিকে ছুটে গিয়ে দেখি স্বপ্নদীপ পড়ে আছে। ওকে কোলের উপর শোয়ায় একজন। তখন উপরের দিকে তাকিয়ে কিছু দেখতে পায়নি। স্বপ্নদীপের নার্ভ খুব আস্তে চলছিল। দেখেই বোঝা যাচ্ছিল ওর স্পাইনটা ঠিক নেই, ভেঙে গিয়েছে। মাথার পিছনটা ফেটে সাংঘাতিক রক্ত বেরোচ্ছিল। গোটা শরীরে কোনও জামাকাপড় ছিল না ওঁর।’
আবাসিক প্রথম বর্ষের ওই ছাত্র জানান, এরপরেই স্বপ্নদীপকে সঙ্গে সঙ্গে কেপিসি মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্বপ্নদীপ কুণ্ডুর এমন পরিণতির পর র্যাগিংয়ের শিকার ওই ছাত্রও ট্রমায়। তাঁর দাবি, হস্টেলে সে কানাঘুষোয় শুনেছে, সে রাতে স্বপ্নদীপকে প্রমাণ দিতে বলা হয়েছিল সে সমপ্রেমী নয়।
পুলিশ সূত্রে খবর, বিভিন্ন আবাসিকদের সঙ্গে কথা বলে এই তথ্য উঠে এসেছে যে নির্দিষ্ট এক ছাত্রীকে প্রেম নিবেদন করতে চাপ দেওয়া হয়েছিল স্বপ্নদীপকে। সে রাজি না হওয়ায় তাঁকে সমপ্রেমী বলে উত্যক্ত করা হয়। কলেজ ক্যাম্পাসে অশালীন শব্দের সঙ্গে সঙ্গে অশালীন অঙ্গভঙ্গিও করা হয় তাঁকে দেখে বলে দাবি।