WB Panchayat Board : তৃণমূলকে ধরাশায়ী করে হাতে হাত রাম-বামের, আমডাঙায় বোর্ড গঠনে বিরল দৃশ্য – bjp cpim alliance formed board in amdanga of north 24 parganas


এতদিন রাজ্যের শাসকদলকে নিশানা করেছিল CPIM। তুলেছিল সেটিং-তত্ত্ব। দাবি করেছিল, তৃণমূল-BJP’র মধ্যে যোগসাজশ রয়েছে। এবার নিজেরাই সেটিং তত্ত্বের উপর ভর করে রামের সঙ্গে হাত মেলালো বাম। কেন্দ্রীয় BJP বিরোধী জোট ‘ইন্ডিয়া’ কে উপেক্ষা করে BJP- CPIM জোট করে বোর্ড গঠন করল উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙায়। আমডাঙায় দেখা গেল রাম-বামের বোর্ড। রাম বামের জোটে ভোটাভুটিতে আমডাঙা ব্লকের মরিচা পঞ্চায়েত এবার BJP-র দখলে চলে গেল। ভোটাভুটিতে বামেদের সমর্থনে মরিচা পঞ্চায়েতের বোর্ড গঠন করল BJP। এবার তাহলে চিত্রটা হল, প্রধান হলেন BJP-র সঞ্জীব ওরাং, উপপ্রধান হলেন CPIM-এর বাসন্তী হেমব্রম।

West Bengal Panchayat Board : বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়েই বোর্ড গঠন BJP-র! বিরোধী জোটের উলটো চিত্র রায়গঞ্জে
আমডাঙার ৮ টি পঞ্চায়েতের মধ্যে ৭টি তৃণমূলের দখলে ছিল। ১টি মাত্র পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়। সেটা হল আমডাঙার মরিচা পঞ্চায়েত। ২৪ আসন বিশিষ্ট এই পঞ্চায়েতে তৃণমূলের আসন ছিল ১০, BJP ৭, CPIM ৪, ফরওয়ার্ড ব্লক ২, নির্দলের ১ টি। ভোটাভুটিতে আজ বোর্ড গঠন হল। বাম, BJP ও নির্দল মিলিয়ে ১৪ টি ভোট পেয়ে প্রধান হলেন BJP-র সঞ্জীব ওরাং ও উপপ্রধান হলেন বামেদের বাসন্তী হেমব্রম। তৃণমূল পায় ১০টি ভোট। এর ফলে হেরে যায় তৃণমূল। জয়ের পর বাম রাম ও নির্দল সমর্থকেরা জাতীয় সড়কে জয়ের উল্লাস করেন।

Bankura News : দিল্লির উলটো চিত্র বাঁকুড়ায়! কাঁধে কাঁধ মিলিয়ে পঞ্চায়েত বোর্ড গড়ল রাম-বাম
কেউ গেরুয়া কেউ লাল আবির মেখে জয় সেলিব্রেট করেন। একসঙ্গে উচ্ছ্বাসে মাতেন রাম-বাম কর্মী সমর্থকরা। CPIM-এর বাসন্তী হেমব্রম এই বিষয়ে বলেন, ‘আমি CPIM-এ ছিলাম, আছি এবং আগামী দিনেও থাকব। শুধুমাত্র চোর তৃণমূলকে হটাতে ও জনগণের পঞ্চায়েত গঠনের স্বার্থে BJP-কে সমর্থন জানিয়েছি।

CPIM : ফের লাল আবির বাঁকুড়ায়, নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গঠন করল বামেরা
রাম বাম জোট নয়। এত দিন ধরে তৃণমূল এই গ্রাম পঞ্চায়েতে যে সন্ত্রাস ও লুট চালিয়েছে, সাধারণ মানুষ তার জবাব দিয়েছে। এই জয় মরিচা পঞ্চায়েতের সাধারণ মানুষের জয়’। এদিকে, স্থানীয় এক তৃণমূল নেতা বিষয়টিকে কটাক্ষ করে বলেছেন, ‘২০১৯ সাল থেকেই এই রাজ্যে বাম-রাম জোটবদ্ধ হয়ে নির্বাচনে লড়াই লড়ছে।

WB Panchayat Board 2023 : শাসকদলকে টেক্কা, তৃণমূল সদস্যকে দলে টেনে বোর্ড দখল সম্মিলিত বিরোধী জোটের
এত দিন সেই আঁতাত গোপনে থাকলেও এখন তা প্রকাশ্যে আসতে শুরু করেছে। রাম-বামের এই আঁতাত এলাকার মানুষের জন্য ভাল নয়। যারা এতদিন BJP-কে সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, তাঁদের এবার বোঝা উচিৎ যে তাঁরা ভুল দিকে এগোচ্ছেন। এটা রাজ্যের পক্ষে ক্ষতিকারক’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *