WB Panchayat Board : বোর্ড গঠনে BJP-কে সহায়তা! রাগে জ্বালিয়ে দেওয়া হল নির্দল প্রার্থীর বাইক – bike of independent candidate was set on fire for helping bjp in panchayat board formation process


জেলায় জেলায় গত ৩ দিন ধরে চলেছে পঞ্চায়েত ভোট পরবর্তী বোর্ড গঠনের প্রক্রিয়া। আর তার জেরে নানান অশান্তি, হিংসারও সম্মুখীন হতে হয়েছে অনেককে। এবার এই বোর্ড গঠনের জেরেই একটি বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ সামনে এসেছে। BJP-কে গোপালী গ্রাম পঞ্চায়েত দখল করতে সাহায্য করায় খড়গপুর এক নম্বর ব্লকের কেসিয়াশেল গ্রামে রঘুনাথ বয়েজ ক্লাবের মধ্যে থাকা একটি বাইকে আগুন ধরিয়ে দেয় কেউ বা কারা, এমনই অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে খড়্গপুরের গ্রামীন থানার কেসিয়াসোল গ্রামে।

WB Panchayat Board : সংখ্যাগরিষ্ঠতা থেকেও ব্যর্থ! উলুবেড়িয়ায় বোর্ড গঠনে BJP-ই সহায় তৃণমূলের
প্রসঙ্গত উল্লেখ্য, গোপালী গ্রাম পঞ্চায়েত দখল করতে নির্দল প্রার্থী জবা মুর্মু হেম্ব্রম BJP-কে সমর্থন জানিয়েছিলেন। তাই তাঁরই এলাকায় স্থানীয় ক্লাবে হঠাৎ করে কেউ বা কোনও দুষ্কৃতীরা আগুন ধরিয়ে দেয় সেখানে থাকা একটি বাইকে। সেটি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর। এই ঘটনার খবর পেয়েও পুলিশ ওই এলাকাতে পৌঁছয়নি বলে অভিযোগ করেছেন জবা মুর্মু হেম্ব্রম। তিনি আরও অভিযোগ করেছেন, এর পিছনে তৃণমূলের দুষ্কৃতীরাই রয়েছে। এই বিষয়ে তিনি বলেন, ‘এবারের পঞ্চায়েত ভোটে আমি গোপালী গ্রাম পঞ্চায়েতে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলাম।

Agnimitra Paul : বোর্ড গঠন হচ্ছে না! BDO-র নোটিশ জারির পরই অগ্নিমিত্রার নেতৃত্বে পথ অবরোধ মন্দিরবাজারে
ভোটেও জিতি। তারপর BJP-কে সমর্থন করেছি। কারণ আমাদের এই এলাকায় BJP যথেষ্ট শক্তিশালী। এছাড়া আমি ও আমার পরিবারও BJP তথা নরেন্দ্র মোদীজির ভক্ত। আর সেই কারণেই BJP-কে সহায়তা করেছি বোর্ড গঠন করার জন্য। সেই রাগেই এই কাণ্ড ঘটিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।
আমার সমর্থনে থাকা একটি ক্লাবে চুপিসারে ঢুকে একটি বাইকে আগুন লাগিয়ে দিয়ে পালায়। তারপর পুলিশকে খবর দিলেও পুলিশ আসেনি এলাকায়’। বিষয়টি BJP-র উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে বলে জানিয়েছেন জবা মুর্মু হেম্ব্রম।

West Bengal Panchayat Board : বাম-কংগ্রেসকে সঙ্গে নিয়েই বোর্ড গঠন BJP-র! বিরোধী জোটের উলটো চিত্র রায়গঞ্জে
যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের নেতা জহর পাল বলেন, ‘মদ খেয়ে মাতলামি করেছে কিছু যুবক। সেই কারণেই বাইকে আগুন লাগানোর ঘটনা ঘটেছে এইটা সম্পূর্ণ তাদেরই ব্যাপার এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। BJP-র বেশ কিছু গোষ্ঠী এলাকায় বর্তমান। আর তাঁরাই এই পঞ্চায়েত গঠন নিয়ে নাখোশ ছিল বলে আমরা জানতে পেরেছি। তাই তাঁদের মধ্যে দ্বন্দ্বের জেরেই এই কাণ্ড হয়েছে। এখানে তৃণমূলকে দোষ দেওয়ার কোনও মানে হয় না’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *