WB Panchayat Board Formation : কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে গিয়ে উপপ্রধান পদ, ফের হাত শিবিরে প্রত্যাবর্তন প্রার্থীর – after winning the congress symbol the candidate joined trinamool but returned again in congress


এ যেন ঘরে ফেরা! কংগ্রেসের প্রতীকে পঞ্চায়েত নির্বাচনে লড়াই করে জিতে তৃণমূলের ঘর ঘুরে উপ প্রধানের দায়িত্ব নিয়ে ফের নিজের পুরনো দলেই ফিরলেন বাঁকুড়া-১ ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর সংসদ থেকে জয়ী সন্তু চঁন্দ। বাঁকুড়া শহরের রক্ষাকালী তলায় জেলা কংগ্রেস কার্যালয়ে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন প্রবীণ কংগ্রেস নেতা লক্ষীকান্ত বিশ্বাস। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অরুপ বন্দ্যোপাধ্যায়, বিশ্বরুপ পাল, পবন সেলাম পুরিয়া, অভিষেক বিশ্বাস প্রমুখ। প্রসঙ্গত, ২১ আসন বিশিষ্ট কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতে এবার তৃণমূল ১০, BJP ৬, CPIM ২, নির্দল ২ ও কংগ্রেস ১ টি আসনে জয়লাভ করে।

WB Panchayat Board 2023 : বোর্ড গঠনের দিনেই খুন তৃণমূলে যোগ দেওয়া কংগ্রেস সদস্যের ছেলে, উত্তেজনা খড়গ্রামে
ওই পঞ্চায়েতের রাধাকান্তপুর ১ নম্বর সংসদ থেকে কংগ্রেসের প্রতীকে জয়ী হন সন্তু চন্দ। পরে গত ১৬ জুলাই জেলা তৃণমূল ভবনে এসে দলের বাঁকুড়া জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্রের হাত ধরে শাসক দলে যোগ দেন। অবশেষে শুক্রবার কেঞ্জাকুড়া গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনের সময় তৃণমূল ব্লক সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় প্যানেল মানতে রাজি হননি নির্বাচিত পঞ্চায়েত সদস্যরা। ফলে ভোটাভুটি অনিবার্য হয়ে পড়ে। এদিন ভোটাভুটিতে তৃণমূলের সুষমা গোস্বামী প্রধান ও কংগ্রেসের প্রতীকে জয়ী সন্তু চন্দ উপপ্রধান নির্বাচিত হন।

Murshidabad News : পঞ্চায়েতে প্রহসন ! বোর্ড গঠনের পরেই বাম-কং জোটের প্রধান-উপপ্রধানের ডিগবাজি তৃণমূলে
উপপ্রধানের দায়িত্ব পেয়েই আর দেরি করেননি সন্তু, সোজা ছুটে আসেন নিজের ছেড়ে যাওয়া দলের জেলা দফতরে। সেখানেই জেলা কংগ্রেসের বর্ষীয়ান নেতা লক্ষীকান্ত বিশ্বাসের হাত ধরে ফের কংগ্রেসে ফিরে আসেন। এই বিষয়ে উল্লেখ্য, এই মুহূর্তে সন্তু চন্দের সৌজন্যে দীর্ঘকাল পর বাঁকুড়া জেলায় এক ও একমাত্র উপপ্রধান উপহার পেল কংগ্রেস।

Trinamool Congress : কংগ্রেসের জয়ী প্রার্থীদের তৃণমূলে যোগ, কোলাঘাটে বোর্ড গঠনের পথে শাসক দল
তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে ফিরে আসার পর সন্তু চন্দ বলেন, ‘ভিতরে কংগ্রেসই ছিলাম, কিন্তু চাপে পড়ে তৃণমূলে যোগ দিতে বাধ্য হয়েছিলাম। এবার এলাকার মানুষকে পাশে পেয়ে আমি আবার কংগ্রেসে ফিরে এলাম’। প্রবীণ কংগ্রেস নেতা লক্ষীকান্ত বিশ্বাস বলেন, ‘তৃণমূল ভয় দেখিয়ে তাঁকে নিজেদের দলে যোগ দিতে বাধ্য করেছিল, এবার নিজের ভুল বুঝতে পেরে তিনি আবার কংগ্রেসে ফিরে এলেন’। এই প্রসঙ্গে জেলা তৃণমূলের মুখপাত্র মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, ‘এই ধরণের কোনও খবর আমার কাছে নেই।

Trinamool Congress : বোর্ড গঠনের আগে ফের দলবদলের পালা, তৃণমূলে যোগ বনগাঁর নির্দল জয়ী প্রার্থীর
তবে কংগ্রেসের প্রতীকে নির্বাচিত ওই পঞ্চায়েত সদস্য স্বেচ্ছায় আমাদের দলে যোগ দিয়েছিলেন। এবার সত্যিই তিনি কংগ্রেসে ফিরে গেলে তৃণমূলের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *