কেজি কেজি গাঁজা পাচারের ছক বানচাল, আন্দুল স্টেশনে আটক ৪


প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার আন্দুল রেল স্টেশন থেকে। গ্রেফতার করা হয়েছে এক মহিলা সহ চারজন গাঁজা পাচারকারীকে। কোথা থেকে গাঁজা পাচার করা হচ্ছিল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের আগামী কাল আদালতে তোলা হবে। খড়গপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোট ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এদিন রেলের তরফে আন্দুল স্টেশনে তল্লাশি চালায় রেল পুলিশের আধিকারিকরা। তল্লাশি চালানোর সময়ই এক মহিলা সহ চারজনকে গ্রেফতার করা হয়। উদ্ধার হয় প্যাকেট প্যাকেট গাঁজা।

Howrah Mangla Haat News : আগুন লাগানো হয়েছিল মঙ্গলাহাটে? CID-র হাতে চাঞ্চল্যকর তথ্য, গ্রেফতার ২
পুলিশের জিজ্ঞাসাবাদের সময় ধৃত পাচারকারীরা জানায়, জাজপুর রোড স্টেশন থেকে ধৃতরা জগন্নাথ এক্সপ্রেস ট্রেনে ওঠে। সেখান থেকে ট্রেনে মেছেদা এসে পৌঁছয় তারা। এরপর লোকাল ট্রেনে করে আন্দুল স্টেশনে এসে হাজির হয় তারা। এরপরেই রেল পুলিশের হাতে হাতানাতে ধরা পড়ে ওই চার পাচারকারী।

Howrah Court: হাওড়া কোর্টের লকআপ গেটে তালা, আইনজীবীর উপর দুষ্কৃতী হামলায় ব্যাপক বিক্ষোভ কোর্ট চত্বরে
তবে কোথায় ওই গাঁজা পাচার করা হচ্ছিল, সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। এই গাঁজা পাচারের সঙ্গে বড় কোনও চক্র কাজ করছে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে পুলিশ। এর আগেও একাধিকবার স্টেশনে থেকে গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। পাচার চক্র ধরার ব্যাপারে অভিযান চালায় রেল পুলিশ।

Howrah Road Accident : গাড়ি কিনে শিখতে গিয়ে বিপত্তি! হাওড়ায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু যুবকের, আহত ২
কয়েক মাস আগেই লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার হয় আলিপুরদুয়ার জেলা থেকে। গোপন সূত্রের খবরে জাতীয় সড়কের সলসলাবাড়ি এলাকা এই গাঁজা উদ্ধার করা হয়। মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার হয় পুলিশ সূত্রে খবর। পাচারের অভিযোগে ২ জন অভিযুক্তকে গ্রেফতার করে আলিপুরদুয়ার থানার পুলিশ। জানা যায়, ৩১ নং জাতীয় সড়কের সলসলাবাড়ি এলাকায় শিলিগুড়িগামী একটি গাড়ি থেকে গাঁজা উদ্ধার হয়।

লাখ টাকার গাঁজা উঠল চিতায়!

পুলিশ সূত্রে আরও জানা যায়, আলিপুরদুয়ার থানার এন্টি ক্রাইম টিম গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায়। সন্দেহজনক ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ২৩ প্যাকেট গাঁজা উদ্ধার করতে পারে পুলিশ। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজার দর কয়েক লক্ষ টাকা বলে জানান পুলিশ আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *