মৃত্যুর পরের দিন কে লিখল চিঠি? ‘স্বপ্নদীপের ডায়েরি’ ঘিরে নতুন রহস্য


Jadavpur University-র ঘটনায় মৃত স্বপ্নদীপ কুণ্ডুর লেখা ডায়েরির একটি ছবি প্রকাশ্যে এসেছে। সেই ডায়েরিতে ডিন অব স্টুডেন্টস লেখা একটি চিঠির ছবি (যাচাই করেনি এই সময় ডিজিটাল) ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ৯ তারিখ হস্টেল থেকে পড়ে গিয়ে মৃত্যু হলেও ডায়েরিতে ১০ তারিখ মার্ক করে লেখা হয়েছে চিঠি। কে লিখল এই চিঠি? রহস্যে নতুন মোড়।

Jadavpur University News: যাদবপুরে কীভাবে চলত &amp#39;ব়্যাগিং&amp#39;? মুখ খুললেন স্বপ্নদীপের সহপাঠী
তাহলে কি তদন্তের ন্যারেটিভ ঘোরানোর জন্য এই চিঠি লেখা হয়েছে? চিঠিতে ডিন অব স্টুডেন্টস র‍্যাগিংয়ের কথা লিখে অভিযোগ করতে দেখা গিয়েছে। জানানো হয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে র‍্যাগিং করা হয়। সেখানে আরও লেখা সিনিয়র কয়েকজন ছাত্র কিছু ‘টাস্ক’ করতে বাধ্য করেছিল, সেটা না করলে হস্টেলের ছাদ থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়।

JU Ragging Case : &amp#39;আমরা একে অপরকে বাঁচতে দিই না!&amp#39; স্বপ্নদীপের রহস্যমৃত্যুতে আক্ষেপ ঋদ্ধির
এই চিঠির নিচে স্বপ্নদীপ কুণ্ডুর স্বাক্ষর করা রয়েছে বলে দেখা যাচ্ছে। ডিন অব স্টুডেন্টকে চিঠির উত্তর দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। কিন্তু, ৯ তারিখ দুর্ঘটনা ঘটল, ১০ তারিখ উল্লেখ করে কেন চিঠি লেখা হল তা নিয়ে উঠছে প্রশ্ন। চিঠিতে ‘রুদ্র দা ‘ নামে একজনের উল্লেখ করা হয়েছে। সেই রুদ্র নামক সিনিয়র ছাত্রের কাছ থেকে স্বপ্নদীপ র‍্যাগিংয়ের বিষয়টি জেনেছে, ফলত সে খুব আতঙ্কে রয়েছে বলে জানানো হয়।

JU Ragging Case : &amp#39;বাম হায়নাদের সর্বোচ্চ সাজা চাই&amp#39;! স্বপ্নদীপের মৃত্যুতে তীব্র আক্রমণ তৃণমূলের, ফেসবুকের ডিপি বদল দেবাংশুর
ঘটনায় ইতিমধ্যে সৌরভ চৌধুরী নামে এক প্রাক্তনীকে গ্রেফতার করা হয়। শনিবার রাতভর জিজ্ঞাসাবাদ করা হয় আরও দুজনকে। রবিবার সকালেই গ্রেফতার করা হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দুই পড়ুয়া মনোতোষ ঘোষ এবং দীপশেখর দত্তকে। সৌরভকে জেরা করেই এই দুজনের নাম উঠে এসেছে বলে জানায় পুলিশ।

Jadavpur University Incident Video : ‘স্বপ্নদীপ ফোন করে জানিয়েছিল মা আমার ভয় ভয় লাগছে’

পুলিশের তরফে জানান হয়েছে, মৃত্যুর আগে স্বপ্নদীপকে শারীরিক অত্যাচার করার করার প্রমাণ পাওয়া গিয়েছে। হাতে ক্ষতের দাগ ছিল বলে জানিয়েছে শিশু সুরক্ষা কমিশনও। র‍্যাগিংয়ের তত্ত্ব আরও প্রকট হতে শুরু করেছে। এমনকি র‍্যাগিংয়ের কথা স্বীকার করে নিয়েছে বিশ্ববিদ্যালয়ের কিছু বর্তমান পড়ুয়া। পুরো বিষয়টির আরও গভীরে ঢুকতে চাইছে পুলিশ।
অন্যদিকে, হস্টেলে প্রাক্তনীরা কেন থাকবে সেই নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। সৌরভ চৌধুরী প্রাক্তনী হয়েও কেন হস্টেলে ছিল সেই নিয়ে উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে ডিন অব স্টুডেন্টস বা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন কোনও ব্যবস্থা নেয়নি তা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে একাধিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *