Kolkata Metro Work : নাইট্রোজেনের সাহায্যে বরফ হবে মাটির নীচের জল! বউবাজারে মেট্রো টানেল খননে নরওয়ে প্রযুক্তির ব্যবহার – kmrcl is going to use norway ground freezing technology for draging bowbazar metro tunnel


কয়েক বছর আগের ঘটনা…বিভীষিকা প্রত্যক্ষ করেছিল গোটা বউবাজার। আচমকাই ফাটল ধরেছিল বউবাজারের একাধিক বাড়িতে। রাতারাতি বিপদ মাথায় নিয়ে ঘরছাড়া হতে হয়েছিল একাধিক পরিবারকে। কিন্তু, কোনওভাবেই যাতে নতুন করে কোনো দুর্ঘটনা না ঘটে সেই জন্য উদ্যোগী মেট্রো রেল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বউবাজারের ভূগর্ভস্থ মেট্রো টানেলে যাতে কোনও ধরনের দুর্ঘটনা না ঘটে সেই কারণে নরওয়ের প্রযুক্তি ব্যবহারের কথা চিন্তাভাবনা করা হচ্ছে।

জানা গিয়েছে, এই পদ্ধতিতে তরল নাইট্রোজেন প্রবেশ করানো হয় এবং গ্রাউন্ড ফ্রস্ট পদ্ধতিতে মাটির নীচের জল সম্পূর্ণ ফ্রিজ করে দেওয়া হয়। আর এই আধুনিক পদ্ধতির ফলে আগামীদিনে বিপদ এড়ানো সম্ভব হবে।

East West Metro : ওয়েলিংটন স্কোয়ারে গাড়ি চলবে না ৮ মাস
কী ভাবে ব্যবহার করা হয় তরল এই নাইট্রোজেনকে?
যাতে ধস না নামে সেইজন্য -১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মাটির নীচে প্রবেশ করানো হয় তরল নাইট্রোজেন, যা জলকে বরফ করিয়ে দিতে সক্ষম। এর ফলে মাটি শক্ত হয় এবং ধস নামার প্রবণতা কমে যায়।

সূত্রের খবর, এই পদ্ধতি ১৬০ বছর পুরনো, এমনটাই দাবি করা হয়েছে মেট্রো রেলের পক্ষ থেকে। যাতে বউবাজারে টানেলে তা ব্যবহার করা সম্ভব হয় সেই কারণে জামশেদপুর থেকে তরল নাইট্রোজেন আনা হচ্ছে।

Kolkata Metro Work: ঝড়ের বেগে চলছে মেট্রোর কাজ, ট্রাফিক সচল রাখতে যান নিয়ন্ত্রণ চিনার পার্ক-টেকনোপলিসে
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তা কী ভাবে ব্যবহার করা হবে?
জানা গিয়েছে, যাতে নির্দিষ্ট মাটির নীচের অংশে জল বরফে পরিণত হয় সেই চেষ্টা করা হবে। এই লক্ষ্যে বউবাজার থেকে নির্মল চন্দ্র স্ট্রিট পর্যন্ত মাটির নীচে কিছু গর্ত করা হবে। সেই গর্তগুলি দিয়ে ১৬ মিটার মাটির গভীরে পাইপ প্রবেশ করানো সম্ভব হবে। এক একটি গর্তে আট থেকে দশটা পাইপ লাগানো হবে এবং তা দিয়ে প্রবেশ করানো হবে তরল নাইট্রোজেন।

জানা গিয়েছে, চলতি মাসেই যাতে এই নয়া পদ্ধতি ব্যবহার করা হয় সেই জন্য উদ্যোগ নিচ্ছে কেএমআরসিএল। নরওয়ের এই গ্রাউন্ড ফ্রস্ট পদ্ধতি ব্যবহার করলে ধস নামার যে কোনও আশঙ্কাকে এড়িয়ে চলা সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Kolkata Metro : এবার কমবে সময়ের ব্যবধান, মাত্র আড়াই মিনিট অন্তর মিলবে মেট্রো
তাৎপর্যপূর্ণভাবে, দুর্গা পিতুরি লেন, স্যাঁকরাপাড়া লেন থেকে শুরু করে একাধিক বাড়িতে ফাটল ধরে। সেই সময় কারণ অনুসন্ধান করতে গিয়ে মেট্রোর টানেল খননের কাজকেই দায়ী করেছিলেন স্থানীয়রা। এদিকে, কোনওভাবেই যাতে মেট্রোর কাজ চলাকালীন মাটি আলগা না হয় সেই জন্য তৎপর কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *