Kolkata Municipal Corporation : সিগন্যালের ৫০ ফুটের মধ্যে থাকা হকার উচ্ছেদ, তালিকায় গড়িয়াহাট সহ কোন কোন ক্রসিং? – kolkata town vending committee takes new decision to solve hawker issue in the city


কিছুদিন আগেই বেহালায় দুর্ঘটনায় মৃত্যু হয় এক খুদের। এরপরেই হকার সমস্যা মেটানোর জন্য কার্যত নড়েচড়ে বসেছে প্রশাসন। শহরের গুরুত্বপূর্ণ ৫৮টি মোড়ের ৫০ ফুটের মধ্যে যাতে কোনও হকার না থাকে, সেই বিষয়টি নিশ্চিত করা হতে চলেছে। এই বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছে ‘দ্য টাউন ভেন্ডিং কমিটি’ (TVC)।

শুক্রবার কলকাতা পুরসভার এক আধিকারিক বলেন, “এই নিয়ম মেনে চলতেই হবে। সেক্ষেত্রে বহু হকারকে নির্ধারিত জায়গা থেকে সরাতে হবে পুরসভাকে।” তবে এই কাজ যে মোটেই সহজ হবে না, তা জানিয়েছেন তিনি।

Kolkata Municipal Corporation : তিলোত্তমার গুরুত্বপূর্ণ রাস্তার মোড় থেকে হকার উচ্ছেদ? বড় সিদ্ধান্তের পথে KMC
টাউন ভেন্ডিং কমিটির এক সদস্য যিনি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বলেন, “ইতিমধ্যেই হকার ইউনিয়নের নেতাদের ৫৮টি ট্রাফিক পয়েন্টের তালিকা ধরানো হয়েছে। তাঁদের বলা হয়েছে, এই জায়গাগুলির ৫০ ফুটের আশেপাশে যাতে কোনও রাস্তা দখল করা না হয়।”

গড়িয়াহাট রোডের পাশাপাশি এই তালিকায় নাম রয়েছে রাসবিহারী অ্যাভিনিউ ক্রসিং, বিধান সরণি-হাতিবাগান ক্রসিং, গণেশ চন্দ্র অ্যাভিনিউ-চিত্তরঞ্জন অ্যাভিনিউ ক্রসিং, এপিসি রায় রোড-এস এন ব্যানার্জি রোড ক্রসিং, জেএল নেহেরু রোড-এসএন ব্যানার্জি রোড ক্রসিং, ডায়মন্ড হারবার রোড-তারাতলা রোড ক্রসিং-ও এর মধ্যে অন্যতম।

Kolkata Municipal Corporation : হকারে রাশে এ বার সব পুরসভার মনিটরিং সেল
গড়িয়াহাটে হকারদের সরিয়ে দেওয়ার পর কি তাঁদের পুনর্বাসন দেওয়া হবে? এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে কলকাতা পুরসভার মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, “এই বিষয়ে একটি সার্ভে করবে পুরসভা এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।” এক পুর আধিকারিক এই প্রসঙ্গে বলেন, “আমরা কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের সঙ্গে যুক্ত রয়েছি। কোন কোন ট্রাফিক পয়েন্টকে অবিলম্বে হকার মুক্ত করার প্রয়োজন রয়েছে, সেই বিষয়ে তাঁদের মতামত নেওয়া হচ্ছে।”

Kolkata Traffic Police : পথচারীদের স্বার্থে বড় পদক্ষেপ, কলকাতায় ৭৫-টির বেশি স্থানে পেডেস্ট্রিয়ান আইল্যান্ড!
উল্লেখ্য, হকার সংক্রান্ত সমস্যা কলকাতায় নতুন নয়। অনেক সময় রাস্তার ধারে হকাররা পসরা সাজিয়ে বসেন। আর সেই কারণে পথচারিদের অসুবিধা হয় হাঁটাচলা করতে। কিছুদিন আগেই কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছিল, নিউ মার্কেট এলাকা এবং তার আশেপাশের হকারদের বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে সহমত দিয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল ফেডারেশন অব ট্রেডার্স অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি তারক নাথ।

Kolkata Traffic Police : সৌরনীলের মৃত্যুর পর বড় পদক্ষেপ! বেহালার স্কুলের সামনে সকাল থেকেই পুলিশ
এবার ট্রাফিক সিগন্যালে যাতে কোনও সমস্যা না হয় সেই কারণে বড় পদক্ষেপ গ্রহণের পথে প্রশাসন। মূলত, যে কোনও ধরনের দুর্ঘটনা রোখার জন্য এই প্রচেষ্টা করা হচ্ছে শহরের প্রশাসনের পক্ষ থেকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *