Kolkata Police Commissioner : যানজটে থমকে পুলিশ কমিশনারের গাড়ি! ‘ক্লোজ’ কসবা ট্রাফিক গার্ডের ওসি – kasba traffic oc close as kolkata police commissioner vineet goyal reportedly has to face jam


যানজটে আটকাল কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কনভয়? ঘটনাটি শুক্রবারের। , যাদবপুরের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর ঘটনায় তৎপরতার সঙ্গে কাজ করছেন তদন্তকারীরা। প্রথমে গ্রেফতার করা হয়েছিল যাদবপুর কলেজের এক প্রাক্তনী সৌরভ চৌধুরীকে। আর তাঁকে নিজে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলেন সিপি। আর সেই জন্য শুক্রবার তিনি কসবা থানার উদ্দেশে রওনা দিয়েছিলেন।

‘বর্তমান’-এ প্রকাশিত খবর অনুযায়ী, শুক্রবার কসবা থানা থেকে বিজন সেতুর মুখে যাওয়ার পথে কয়েক মিনিট যানজটে আটকে পড়ে পুলিশ কমিশনারের গাড়ি। এই যানজটের ঘটনাতেই বেজায় অসন্তুষ্ট হন তিনি, জানা গিয়েছে এমনটাই। শুধু তাই নয়, কসবা ট্রাফিক গার্ডের ওসিকে ক্লোজ করার নির্দেশও দেন তিনি।

Jadavpur University Student Death : স্বপ্নদীপ রহস্যমৃত্যুর তদন্ত কোন দিকে? মুখ খুললেন পুলিশ কমিশনার
সূত্রের খবর, কসবার ট্রাফিক গার্ডের অফিসাররা চেষ্টা করেছিলেন যাতে সিপিকে যানজট থেকে বার করা যায়। কিন্তু, কয়েক মিনিটের জন্য তা সম্ভব হয়নি।

উল্লেখ্য, পুলিশ কমিশনার বিনীত গোয়েল আগে যুগ্ম কমিশনার ট্রাফিক ও অতিরিক্ত পুলিশ কমিশনার ১ হিসেবে ট্রাফিকের দায়িত্ব সামলেছেন। সেক্ষেত্রে ট্রাফিক নিয়ে তিনি বেশ সতর্ক। শুধু তাই নয়, কলকাতা পুলিশের ট্রাফিকের উন্নতি এবং আধুনিকীকরণে একাধিক পদক্ষেপ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তিনি রুষ্ঠ বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ।

Jadavpur University News : যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার আরও ২
এদিকে, ট্রাফিক গার্ডের কিছু শূন্যপদ রয়েছে। এরই মধ্যে যানজটের মোকাবিলা করেন ট্রাফিকের দায়িত্বে থাকা ওসিরা। ফলে ওসিকে ক্লোজ করা নিয়ে নীচু তলার একাংশের কর্মীরা অসন্তোষ প্রকাশ করেছেন বলেই সূত্রের খবর।

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এই ছাত্রের পরিবারকে সুবিচারের আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রবিবার তাঁর মৃত্যুর ঘটনায় পুলিশি তদন্ত নিয়ে মুখ খুলেছেন সিপি স্বয়ং।
JU Ragging Case : ‘আমরা একে অপরকে বাঁচতে দিই না!’ স্বপ্নদীপের রহস্যমৃত্যুতে আক্ষেপ ঋদ্ধির
তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “উচ্চ পদস্থ আধিকারিকরা এই ঘটনার তদন্তে নজর রাখছে। জয়েন্ট সিপি ক্রাইম নিজে ধৃতদের জিজ্ঞাসাবাদ করছেন। খতিয়ে দেখা হচ্ছে যাবতীয় তথ্য প্রমাণ।”

পাশাপাশি ডিসি এসএসডি ও হোমিসাইড শাখার তদন্তকারীরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি দ্রুত তদন্ত শেষ করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। একইসঙ্গে ময়নাতদন্তের জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কমিশনার। তদন্তের স্বার্থে যাবতীয় পদক্ষেপ করা হয়েছে বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *