Kolkata Weather : বৃষ্টিতে জলমগ্ন নিউ টাউন, ভোগান্তি চরমে – new town several areas submerged after heavy rain


এই সময়, রাজারহাট: ভরসন্ধ্যায় ঘণ্টা দেড়েকের বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল নিউ টাউনের বেশ কিছু এলাকা। সবচেয়ে খারাপ অবস্থা হয় চিনার পার্কে। নিউ টাউন বাসস্ট্যান্ড, ডাউন টাউন মল, নভোটেল, সেন্ট্রাল মল, টাটা মেডিক্যাল সংলগ্ন এলাকা-সহ প্রতিটি সার্ভিস রোডেই জল জমে যায়। নাকাল হন সাধারণ মানুষ। থমকে যায় গাড়ি চলাচল।

এমনিতেই বিশ্ববাংলা সরণির অন্যতম ব্যস্ত মোড় চিনার পার্কে মেট্রো রেলের কাজের জন্যে যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। শনিবার বৃষ্টিতে সেখানকার সার্ভিস রোডগুলোও জলমগ্ন হয়ে পড়ে। মেট্রোর খোঁড়াখুঁড়ির ফলে দুর্ভোগ বাড়ে আমজনতার।

Kolkata Metro Work: ঝড়ের বেগে চলছে মেট্রোর কাজ, ট্রাফিক সচল রাখতে যান নিয়ন্ত্রণ চিনার পার্ক-টেকনোপলিসে
স্থানীয়দের অভিযোগ, ডিএলএফ-১, নিউ টাউন বাসস্ট্যান্ড, প্রাইড হোটেল, অ্যাক্সিস মল, ইকো পার্ক, সিটি সেন্টার-২’এর সার্ভিস রোডে হাঁটু-সমান জল জমে যায়। সন্ধেবেলা দোকানবাজার করতে যাওয়া মানুষ সমস্যায় পড়েন। নভোটেলের সামনে একটি টোটো জলমগ্ন হয়ে খারাপ হয়ে যায়। পরে সেটাকে ঠেলে অন্যত্র নিয়ে যেতে হয়।

বৃষ্টি থেকে বাঁচতে অনেকেই শপিংমলের সামনে সার্ভিস রোডে বাইক, স্কুটি রেখেছিলেন। ইঞ্জিনে জল ঢুকে অনেক দু’চাকা, চারচাকার গাড়ি বিকল হয়ে যায়। শুধু এ দিনের বৃষ্টিই নয়, ফি-বছর বর্ষায় চিনার পার্ক মোড়ে জমা জলের দুর্ভোগের একই ছবি ধরা পড়ে। এর উপরে এ বছরে দোসর হয়েছে মেট্রো প্রকল্প।

App Bike : আ্যপ-নির্ভর ভাড়ার বাইক নিউ টাউনে
নির্মীয়মাণ ওই প্রকল্পের গতি বাড়াতে সিটি সেন্টার সংলগ্ন ন’পাড়া থেকে হলদিরামের দিকে নির্মাণসংস্থার লোহার ব্যারিকেডে নিউ টাউনের মূল সরণি অত্যন্ত সংকীর্ণ হয়ে পড়েছে। আবার বেহাল ফুটপাথের সঙ্গে মূল রাস্তারও ভগ্নদশা। তার উপরে বৃষ্টিতে রাস্তায় আরও খানা-খন্দ তৈরি হয়েছে।

স্থানীয় আটঘরার বাসিন্দা সাইফুল ইসলামের অভিযোগ, ‘এমনিতে মেট্রোর কাজে রাস্তা সরু হওয়ায় ভোগান্তি রয়েছে। তার উপরে বৃষ্টিতে অবস্থা ভয়ঙ্কর।’ নিউ টাউনের একটি বাসিন্দা সংগঠনের পক্ষে সমীর গুপ্তা বলেন, ‘নিউ টাউনের মতো স্মার্ট সিটিতে উচ্চহারে আমাদের কর দিতে হয়। তার পরেও জলনিকাশি ব্যবস্থার উন্নতি না হওয়ায় ফি বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে।’

Kolkata Traffic : চাইলে ব্যবস্থা নেওয়া যেত, দেখাল সৌরনীলের মৃত্যু
নিউ টাউন-কলকাতা উন্নয়ন পর্ষদের এক কর্তা বলেন, ‘হঠাৎ প্রচুর বৃষ্টিতে জল জমে গিয়েছিল। তবে বৃষ্টি থামতেই ধীরে ধীরে জল নেমে যায়।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *