Murshidabad News : ‘গানের নকল করছিল,’ রেগে ৩ শিশুকে ক্যানেলের জলে ছুঁড়ে ফেললেন সিআইএসএফ জওয়ান – murshidabad cisf jawan has thrown 3 child into canal water


ক্যানেলের ধারে চলছিল খেলা। সেই সময়ই মদ্যপ অবস্থায় তিন শিশুকে ফিডার ক্যানেলে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক CISF জওয়ানের বিরুদ্ধে। রবিবার বিকেলে এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থানার মালঞ্চা CISF ঘাটে। যদিও স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় ওই শিশুদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় সামশেরগঞ্জ থানার পুলিশ। তিন শিশুকে ক্যানেলে ছুঁড়ে ফেলে দেওয়ার ঘটনা স্বীকার করেছে সিআইএসএফ জওয়ানরা। এদিকে তিন শিশুকে ক্যানেলে ছুঁড়ে ফেলার অভিযোগে কার্যত উত্তপ্ত হয়ে ওঠে গোটা পরিস্থিতি। দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অভিযুক্ত CISF জওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হন গ্রামবাসীরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিত্যদিনের মতো রবিবার বিকেলেও ফিডার ক্যানেলের ধারে খেলা করছিল সামশেরগঞ্জের মালঞ্চা বাগানবাড়ি এলাকার তিন শিশু আবদুল হাদি, বসির শেখ ও ইমতিয়াজ আলি। অভিযোগ, সেই সময় এক সিআইএসএফ জওয়ান মদ্যপ অবস্থায় ওই তিন শিশুকে ধরে ফিডার ক্যানেলের জলে ছুঁড়ে ফেলে দেয়। এরপর এক শিশু কোনওরকমে সাঁতরে পাড়ে উঠে আসে। পাশাপাশি বিষয়টি নজরে আসার পর বাকি দুই শিশুকে বাঁচাতে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারপরেই তাদের উদ্ধার করা সম্ভব হয়। তবে ৩ শিশুই ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েছে বলে অভিযোগ। ঘটনার পরেই গ্রামবাসীরা কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করেন। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। ঘটনার তদন্ত করেছে সামশেরগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত সিআইএসএফ জওয়ানের গ্রেফতারের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

Berhampore Murshidabad News : ‘পুলিশের হাত ছড়িয়ে’ নদীতে ঝাঁপ যুবকের-পরে উদ্ধার দেহ! বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল বহরমপুর
এই বিষয়ে আবদুল বসির নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ছেলেগুলো খেলছিল, কথা বলছিল। ও মদ (সিআইএসএফ জওয়ান) খেয়েছিল। এরা বাংলায় কথা বলছি। ও বাংলা কথা বোঝে না। ওর রাগ হয়েছে, ওদের ছুঁড়ে ফেলে দিয়েছে।’

Nadia News Today : বেহালার পর পলাশিপাড়া, শিশুকে ধাক্কা মেরে ৫০ মিটার হিঁচড়ে নিয়ে গেল গাড়ি! ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা
নিজের দোষের কথা কবুল করেছেন ওই সিআইএসএফ জওয়ান। তিনি বলেন, ‘আমি নদীতে গিয়েছিলাম। ওরা ওপরে বসে আমায় গালি দিচ্ছিল। আমি গান গাইছিলাম। ওরা আমার গানের নকল করছিল। আমি তারপর ওদের বললাম, স্নান করতে হলে যাও। তারপর একটা বাচ্চাকে গলা ধরে নদীতে ফেলে দিই। আমার ভুল হয়েছে। আমি ক্ষমা চাইছি।’ ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *