Siliguri News : কাজের চাপে তুঙ্গে ব্যস্ততা! NJP স্টেশন চষে ফেলছে আইরিশ-গিগল্যাট জুটি – rpf two police dog deployed for security purpose in new jalpaiguri police station


স্বাধীনতরা দিবসের কথা মাথায় রেখে শুরু হয়েছে নিরাপত্তার কড়াকড়ি। রেল স্টেশন শুরু করে রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাগুলি চলছে পুলিশের টহলদারি। এর মধ্যেই ধরা পড়ল এক অন্য ছবি। স্বাধীনতা দিবস হোক কিংবা প্রজাতন্ত্র দিবস, বিশেষ দিনগুলির আগে দুই বন্ধুর ব্যস্ততা থাকে তুঙ্গে। হাজার হাজার মানুষের জন্য সকাল থেকে রাত পর্যন্ত ডিউটি করছে আইরিশ ও গিগল্যাট। এছাড়াও অন্যান্য দিনেও যাত্রী সুরক্ষায় রেল স্টেশনে ডিউটিতে দেখা যায় দুই বন্ধুকে।

Murarai Train Oborodh:অবরোধের মাঝে কন্ট্রোল রুমে হম্বিতম্বি তৃণমূল নেত্রীর, সাড়ে চার ঘণ্টা পরেও স্বাভাবিক হল না পরিস্থিতি
৫ বছর বয়সে দিব্যি নিউ জলপাইগুড়ি স্টেশনের মতো এতো বড় ও ভিড়ে ঠাসা স্টেশনকে সুরক্ষিত রাখার কাজ করে আসছে আইরিশ ও গিগল্যাট। দুই বন্ধুই আরপিএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। নিউ জলপাইগুড়ি স্টেশনে স্টেশনে যাত্রীদের নিরাপত্তার জন্য কাজ করছে ওরা। এছাড়াও বিভিন্ন জায়গায় বোমা জাতীয় বস্তু উদ্ধার হলেই ডাক পড়ে দু’জনের।

Birbhum News :কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে ব্যাগ ভর্তি আগ্নেয়াস্ত্র উদ্ধার, বাড়ছে রহস্য
আইরিশ ল্যাব্রাডর ও গিগল্যাট ডোবারম্যান প্রজাতির কুকুর। অন্যান্য পাঁচটা কুকুরের থেকে এরা অনেকটাই আলাদা। বিশেষভাবে প্রশিক্ষিত হওয়ার পর দিল্লি থেকে শিলিগুড়িতে আরপিএফ ডগ স্কোয়াডে ওদের দু’জনকে নিয়ে আসা হয়েছে। স্টেশন কিংবা অন্য কোথাও এক্সপ্লোসিভ জাতীয় কিছু থাকলে নিমেষে তা খুঁজে বের করে দেবে আইরিশ। অন্যদিকে গিগল্যাট দ্রুত দৌড়ে কোনও আততায়ীকে ধরা কিংবা দুর্গম এলাকায় ওঠা নামা করতে সক্ষম।

প্রতিদিন সকালে ৫ টায় ঘুম থেকে ওরা। এরপর সকাল সাড়ে ৭ টা থেকে শুরু হয় ফিজিক্যাল এক্সারসাইজ ও ট্রেনিং। বোমা জাতীয় বস্তু কীভাবে খুঁজে বের করতে হবে সেসব নিয়ে এই দুই সারমেয়কে প্রশিক্ষণ দেওয়া হয়। ৯ টায় সকালের খাবার খেয়ে এরপর স্টেশনে বিভিন্ন জায়গায় তল্লাশির কাজ শুরু করে ওরা। দিন হোক বা রাত কোথাও ডাক পড়লেই যেতে হয়।

Amrit Bharat Station Scheme: ‘পশ্চিমবঙ্গের নাম না বলায় দুঃখ পেলাম’, অমৃত ভারত অনুষ্ঠানে এসে ক্ষোভ প্রকাশ TMC নেতার
নিউ জলপাইগুড়ি রেলস্টেশনের আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আইরিশের দেখভাল করেন কন্সটেবল পিসি দাস ও গিগল্যাটের দেখভাল করেন কন্সটেবল মনোজ কুমার দাস। জানা গিয়েছে আইরিশ ও গিগল্যাট প্রত্যেকের জন্য মাসে ১৫ হাজার টাকা করে আসে। যে টাকায় তাদের খাবার, ওষুধ ও অন্যান্য সামগ্রী কেনা হয়। স্বাধীনতা দিবস আসতেই কাজের চাপ বেড়েছে এই দুই পুলিশ কুকুরের। এখন এনজেপি স্টেশনে আসা প্রতিটি ট্রেন ও প্ল্যাটফর্ম থেকে শুরু করে ওয়েটিং রুম বিভিন্ন জায়গায় সর্বদাই কর্মব্যস্ত দুই বন্ধু।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *