ডুরন্ড কাপ দেখতে কলকাতায় এসেছিলেন ভিকি কৌশল। শনিবার বিমানবন্দর থেকে বেরিয়ে আসতে দেখা যায় ভিকিকে। ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ম্যাচ দেখতেই কলকাতায় এসেছিলেন। যুবভারতীতে বসে ডার্বির মজা চেটেপুটে নিয়েছেন ভিকি। এশিয়ার সর্বোবৃহৎ ফুটবলযুদ্ধ ডার্বি দেখতে দৌড়ে এসেছিলেন কলকাতা। ম্যাচ দেখেই মুম্বই ফিরে গিয়েছেন ভিকি। মুম্বই বিমানবন্দরে আমাদের লেন্সবন্দি বলি তারকা। Watch The Entertainment Video.