‘আমি CBI অফিসার, টিকিট লাগবে কেন?’, নৈহাটিতে RPF-এর জালে গুণধর


ফিটফাট হয়ে উঠেছিলেন ট্রেনে। দেখেলেই মনে হবে, কোনও দুঁদে গোয়েন্দা। তবে রেলের টিকিট পরীক্ষক তো ছাড়বেন না কাউকেই। যাত্রীর কাছ থেকে টিকিট চাইতেই হম্বিতম্বি শুরু। পকেট থেকে নিজের পরিচয়পত্র দেখিয়ে নিজেকে CBI অফিসার হিসেবে দাবি করেন ওই ব্যক্তি। কিছুক্ষণের মধ্যেই পর্দাফাঁস।

Uttar 24 Parganas : ৮ লাখের গয়না চুরি করে ফিরিয়ে দিল চোর
নৈহাটি রেল স্টেশন থেকে ধরা পড়ল এক Fake CBI Officer। ওই ব্যক্তিকে আটক করেছে রেলের পুলিশ কর্মীরা। কেন ওই ব্যাক্তি ভুল পরিচয় পত্র বহন করছিলেন, কোনও অপরাধমূলক কাজের সঙ্গে তিনি যুক্ত কিনা, তার খোঁজখবর নেওয়া চলছে।
নৈহাটি স্টেশনে আরপিএফ এর হাতে আটক এক ভুয়ো সিবিআই অফিসার। এদিন সকালে এগারোটা নাগাদ আপ কৃষ্ণনগর লোকাল নৈহাটি থেকে ছাড়বার সময় কর্মরত টিটি স্নেহাশীষ চক্রবর্তী ওই যাত্রীর থেকে বৈধ টিকিট চাইলে তিনি নিজেকে সিবিআই অফিসার বলে দাবি করে একটি পরিচয় পত্র দেখান।

Uttar 24 Parganas News : &amp#39;প্রিয়তমা&amp#39; স্ত্রীকে গুলি, থানায় ফোন স্বামীর! নারায়ণপুরের ঘটনায় শোরগোল
সেই পরিচয় পত্র দেখে সন্দেহ হয় কর্মরত টিটি স্নেহাশীষ চক্রবর্তী। কিন্তু CBI দফতরে ফোন করার পর ওই নামে কোন CBI অফিসার নেই বলে জানা যায়। নৈহাটি RPF সূত্রে জানা যায়, ধৃত ব্যক্তির নাম ব্রজ গোপাল পাল বয়স (২৮)। ধৃতের থেকে উদ্ধার হয় ভুয়ো সিবিআই দফতরের পরিচয় পত্র একটি আধার কার্ড ও প্যান কার্ড। এখনও পর্যন্ত আটক ওই ভুয়ো সিবিআই অফিসার ব্রজ গোপাল পালকে আরপিএফ আধিকারিকরা নিজের হেফাজতে রেখেছে।

Uttar 24 Parganas News : হাড়োয়ায় TMC নেতাকে গুলি করে খুন, ষড়যন্ত্রের অভিযোগ পরিবারের
এর আগেও একাধিক কলকাতা সহ অন্যান্য জেলা থেকে ভুয়ো সিবিআই অফিসার ধরা পড়ার ঘটনা ঘটেছে। প্রসঙ্গত, মাস পাঁচেক আগেই কলকাতায় এক ভুয়ো সিবিআই অফিসার ধরা পড়ে। পানশালার লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে রাজারহাট এলাকা ওই ব্যাক্তি টাকা তুলতেন বলে অভিযোগ ওঠে।

গাড়ি-ক্যামেরা সহ গ্রেফতার ভুয়ো CBI অফিসার

জানা যায়, স্থানীয় এক বাসিন্দার সঙ্গে ওই ব্যক্তি সাড়ে ১০ লাখ টাকার প্রতারণা করে। ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে ওই ব্যক্তি। ধৃত ব্যক্তির নাম শুভজিৎ বারুই বলে জানায় পুলিশ। গ্রেফতার হওয়া ওই ব্যক্তির থেকে ভুয়ো সিবিআই অফিসার হিসেবে এক জাল পরিচয়পত্রও পাওয়া যায়। এর আগে কলকাতার বাইরেও একাধিক জেলা থেকে প্রতারণার দায়ে ভুয়ো সিবিআই অফিসার ধরা পড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *