SUCI এর নেতৃত্বের অভিযোগ, রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় একটি বাড়িতে আগুন লাগায়। তাদের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদের ওপর বোমা ছোড়া হয়। এমনকি গুলি চালানো হয়। গুলিতে আহত হয় আরমান শেখ নামে এক SUCI কর্মী। তাকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে পলাশীপাড়া থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই এলাকার SUCI কর্মী সাহিদুল মল্লিকের বাড়িতে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমাবাজির জেরে আগুন ধরে যায় তাঁর বাড়িতে। খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দলের কর্মীরা সহকর্মীর বাড়িতে আগুন নেভাতে যায়। এরপর ফের তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।
গুলি চলার কারণেই আহত হন SUCI কর্মী আরমান সেখ। পাল্টা, বোমার আঘাতে জখম হন তৃনমূল কর্মী গোলাম মোস্তফা মল্লিক। স্থানীয়রা জানিয়েছেন, এই অঞ্চলে এসইউসিআই, সিপিআই (CPIM) ও বিজেপির বিরোধী জোটের কারণে পলশুন্ডা এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনে বিরূপ ফলের জন্যেই এই অশান্তি, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেফতার করা হয়নি বলে শেষ খবর পাওয়া গিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার খোঁজ চলছে।
তবে গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলি চালনা এবং অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক অস্থিরতার কারণে এলাকায় পুলিশের নজরদারি রয়েছে। সোমবার সকালে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পরেও এহেন অশান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।