নদিয়ায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ SUCI কর্মী, অভিযোগের তির তৃণমূলের দিকে


Nadia জেলার পলাশীপাড়া এক SUCI কর্মীকে গুলিবিদ্ধ করার অভিযোগ। আহত SUCI কর্মীর নাম আরমান শেখ (৩৮)। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল কংগ্রেসের দিকে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। রবিবার রাতে দুষ্কৃতীদের হামলায় গুলিবিদ্ধ হল এক SUCI কর্মী। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশীপাড়া থানার বারুইপাড়ায়। তদন্ত শুরু করেছে পুলিশ। রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

Arijit Singh News : দণ্ডি কেটে মন্দিরে পুজো, প্রসাদি ফুল নিয়ে অরিজিতের বাড়ির পথে নদিয়ার ভক্ত মণীন্দ্র
SUCI এর নেতৃত্বের অভিযোগ, রবিবার রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় একটি বাড়িতে আগুন লাগায়। তাদের কর্মীরা আগুন নেভাতে গেলে তাদের ওপর বোমা ছোড়া হয়। এমনকি গুলি চালানো হয়। গুলিতে আহত হয় আরমান শেখ নামে এক SUCI কর্মী। তাকে উদ্ধার করে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনাস্থলে পলাশীপাড়া থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে।

Jadavpur Ragging : যাদবপুর মনে করাল নদিয়ার কলেজ পড়ুয়া সঞ্জীবের মৃত্যু, ২৫ বছর বিচারের অপেক্ষায় বাবা-মা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ওই এলাকার SUCI কর্মী সাহিদুল মল্লিকের বাড়িতে বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বোমাবাজির জেরে আগুন ধরে যায় তাঁর বাড়িতে। খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। দলের কর্মীরা সহকর্মীর বাড়িতে আগুন নেভাতে যায়। এরপর ফের তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ।

Nadia News : নদিয়ায় উলটপুরাণ! CPIM-এর বোর্ড গঠনের মঞ্চে উঠে প্রশংসার বুলি TMC বিধায়কের
গুলি চলার কারণেই আহত হন SUCI কর্মী আরমান সেখ। পাল্টা, বোমার আঘাতে জখম হন তৃনমূল কর্মী গোলাম মোস্তফা মল্লিক। স্থানীয়রা জানিয়েছেন, এই অঞ্চলে এসইউসিআই, সিপিআই (CPIM) ও বিজেপির বিরোধী জোটের কারণে পলশুন্ডা এক গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়েছে।
পঞ্চায়েত নির্বাচনে বিরূপ ফলের জন্যেই এই অশান্তি, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনার পরিপ্রেক্ষিতে কাউকে গ্রেফতার করা হয়নি বলে শেষ খবর পাওয়া গিয়েছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তার খোঁজ চলছে।

Jadavpur University Incident Video : ফুঁসছে বগুলা! স্বপ্নদীপের বাড়িতে তদন্তকারীরা

তবে গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গুলি চালনা এবং অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রাজনৈতিক অস্থিরতার কারণে এলাকায় পুলিশের নজরদারি রয়েছে। সোমবার সকালে থমথমে হয়ে রয়েছে গোটা এলাকা। পঞ্চায়েত নির্বাচন মিটে যাওয়ার পরেও এহেন অশান্তিতে ক্ষুব্ধ এলাকাবাসী। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের কাছে আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *