কলকাতা ট্রাফিক কন্ট্রোল রুমের খবর অনুযায়ী, সোমবার সকাল থেকেই ট্রাফিকের ভালো চাপ রয়েছে শহরের রাস্তায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রাফিকের চাপ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সপ্তাহের শুরুর দিনে শহরে এখনও পর্যন্ত কোনও বড় দুর্ঘটনার খবর নেই। যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে কলকাতা ট্রাফিক পুলিশের তরফে।
স্বাধীনতা দিবসের আগে রেড রোড, কেপি রোড, হসপিটাল রোড, মেয়ো রোড, ডাফরিন রোড, আউট্রাম রোড যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। বিকল্প পথ হিসাবে রেড রোডের জায়গায় জওহরলাল নেহরু রোড এবং স্ট্র্যান্ডর রোড দিয়ে যাতায়াত করা যাবে। এছাড়া অন্যান্য রাস্তা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে।
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, সোমবার শহর জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শহরে জলমগ্ন হয়ে রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ার কোনও খবর নেই। আগামীকাল স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন সকালে রেড রোড বন্ধ রাখা হয়েছে কুচকাওয়াজ অনুষ্ঠানের প্রস্তুতির জন্য।
কলকাতা পুলিশের তরফে সাধারণ যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। গত এক সপ্তাহ ধরে নিউটাউন, চিনার পার্ক এলাকায় মেট্রোর কাজের জন্য। এর পাশাপাশি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য মোট ৬টি ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। পাশাপাশি ৬টি পুলিশ সহায়তা কেন্দ্র চালু রাখা হচ্ছে।
অনুষ্ঠানের কারণে রেড রোডকে ১৩টি জোনে ভাগ করা হবে। এর মধ্যে থাকবে ৮৬টি সেক্টর। কলকাতা পুলিশের ১৭ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হচ্ছে। এছাড়াও নিরাপত্তার দায়িত্বে থাকছেন ৪৬ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার, ৯০ জন ইনস্পেক্টর সহ অন্যান্য পুলিশ। স্বাধীনতা দিবসের আগের দিন ১৪ তারিখ রাত ১০টা থেকে বন্ধ থাকবে ধর্মতলার ডাউন র্যাম্প।
