‘র‌্যাগিং’-এর ভিডিয়ো ভাইরালের হুমকি, মোবাইলে পৃথক ফোল্ডার! সৌরভের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য –


Jadavpur University Ragging News: যাদবপুরের বাংলা প্রথম বর্ষের পড়ুয়া স্বপ্নদীপ কুণ্ডুর রহস্যমৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। রহস্যমৃত্যুর ঘটনার তদন্ত যতই এগিয়েছে, ততই জোরাল হয়েছে ‘র‌্যাগিং’ তত্ত্ব। তদন্তকারী পুলিশ আধিকারিকরা নিশ্চিত বাংলা প্রথম বর্ষের ওই পড়ুয়া বিশ্বববিদ্যালয়ের মেইন হস্টেলে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছে। অভিযোগের তদন্ত নেমে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী সৌরভ চৌধুরীকে প্রথমে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত নামে দ্বিতীয় শ্রেণির দুই পড়ুয়াকে গ্রেফতার করা হয়।
Jadavpur University News : যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার আরও ২
ধৃত সৌরভে জেরা করে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে তদন্তকারীদের। সূত্রে খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের শুধু শারীরিক ও মানসিক নির্যাতনই নয়, হেনস্থার ভিডিয়ো রেকর্ড করে রাখতেন ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরী। এখানেই শেষ নয়, র‌্যাগিংয়ের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হুমকি দিয়ে প্রথম বর্ষের পড়ুয়াদের ভৃত্যবৃত্তি করতে বাধ্য করা হতো। সিনিয়রদের ঘর পরিষ্কার করা, জলের বোতল নিয়ে আসা, খাবার নিয়ে আসার মতো কাজ করতে হত নতুনদের। স্বপ্নদীপের ঘটনার পর সৌরভ ও তাঁর সহযোগীরা সেই র‌্যাগিংয়ের ভিডিয়ো মোবাইল থেকে মুছে ফেলেন বলেই জানতে পেরেছে পুলিশ।

Jadavpur University : হস্টেলের বাপই শেষ কথা বলে! জুনিয়ররা যেন প্রজা
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত তিন পড়ুয়ার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। ভিডিয়ো মুখে ফেলার তথ্য পাওয়ার জন্য ফোনগুলিকে ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে বলেই খবর। দীর্ঘদিন ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলে পড়ুয়াদের র‌্যাগিং চলত বলে জানতে পেরেছে পুলিশ। কর্তৃপক্ষ নাকের ডগায় প্রতিনিয়ক কীভাবে এই ঘটনা চলত, সেই প্রশ্নও ভাবাচ্ছে তদন্তকারী পুলিশ আধিকারিকদের।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, হস্টেলে প্রথম বর্ষের নতুন কোনও পড়ুয়া এলে তাঁদের আলাদাভাবে সৌরভের ঘরে দেখা করার ফরমান জারি করা হতো। সেখানেই চলত শারীরিক ও মানসিক নির্যাতন। বিবস্ত্র করে ভিডিয়ো তুলে রাখা হতো মোবাইলে। বিভিন্ন ছাত্রের নামে মোবাইলে আলাদা আলাদা ফোল্ডার ছিল বলেও জানতে পেরেছে পুলিশ। নির্যাতনের ভিডিয়ো সংশ্লিষ্ট ছাত্রের নামের ফোল্ডারে রেখে দেওয়া হতো।

Jadavpur University News: যাদবপুরে কীভাবে চলত ‘ব়্যাগিং’? মুখ খুললেন স্বপ্নদীপের সহপাঠী
তদন্তে নেমে আরও চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশ আধিকারিকদের। জানা গিয়েছে, হস্টেলে আসা নতুন কোনও পড়ুয়াকে গাঁজা কাটার ‘টাস্ক’ দিত সিনিয়ররা। না পারলে চলত অকথ্য গালিগালাজ। এমনকী যেসব পড়ুয়ারা কোনও নেশা করতেন না তাঁদের জোর করে মদ ও গাঁজা খাওয়ানো হত বলে জানতে পেরেছে পুলিশ। প্রাক্তন সৌরভের হস্টেলের থাকার বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কী তথ্য ছিল, তা জানতে পুলিশের তরফে পাঠানো হচ্ছে চিঠি। এখন তদন্তে নতুন কোনও দিক উঠে আসে কি না, সেটাই দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *